মুম্বই: আবার পরিযায়ী শ্রমিকদের কষ্টে সমব্যথী হয়ে হিন্দি বলয়ে তাদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করলেন সোনু সুদ। দিনকয়েক আগে একদল পরিযায়ী শ্রমিককে মুম্বই থেকে কর্নাটকে ফেরার বাস জোগাড় করে ভাড়াও দিয়ে দিয়েছিলেন তিনি। এবার উত্তরপ্রদেশ সরকারের অনুমতি নিয়ে সেখানকার শ্রমিকদের বাসে ফেরার ব্যবস্থা করলেন বলিউড অভিনেতা। শনিবারই মুম্বইয়ের ওয়াদালা থেকে বেশ কয়েকটি বাস লখনউ, হরদৌই, প্রতাপগড়, সিদ্ধার্থনগর সহ উত্তরপ্রদেশের নানা জায়গা ও ঝাড়খন্ড, বিহার অভিমুখেও আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে বেশ কয়েকটি বাস ছেড়েছে।
শুধু ভাড়াসমেত বাসের বন্দোবস্ত করাই নয়, শ্রমিকদের জন্য খাবারের প্যাকেটের দায়িত্বও নেন তিনি। হ্যাপি নিউ ইয়ার ছবির অভিনেতা পরিযায়ী শ্রমিকদের শোচনীয় দুর্দশার নানা খন্ডচিত্র দেখে বিচলিত বোধ করেছেন। বলেছেন, কষ্টে থাকা লোকগুলোকে শেষ পর্যন্ত নিরাপদে ঘরের উদ্দেশ্যে রওনা দিতে দেখে কী অনুভূতি যে হয়, সেটা মুখে বলে বোঝাতে পারব না। পরিযায়ী শ্রমিকরা শয়ে শয়ে কিলোমিটার রাস্তা খাবার, জল ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে হাঁটছে, এ ব্যাপারে অনেক খবর পড়ছি। সত্যিই ওদের কাহিনি আমায় অশান্ত করে তুলেছে, আমি স্রেফ ঘরে বসে থেকে কষ্ট সহ্য করতে পারিনি। ঠিক করি, ওদের সহনাগরিক এবং একজন মানুষ হিসাবে তো বটেই, আমার সাধ্যমতো কিছু করার সিদ্ধান্ত নিই, বাস চালানোর অনুমতি জোগাড় করি।
সোনু বলেছেন, পরিযায়ী শ্রমিকদের, বিশেষত বাচ্চা ও বৃদ্ধদের অসম্ভব দূরের রাস্তা হাঁটতে হাঁটতে ফোস্কা পরে পা ক্ষতবিক্ষত হওয়ার দৃশ্য আমায় সত্যিই খুব দুঃখ দিয়েছে। এরকম সময়ে শুধু ওদের জন্য চোখের জল না ফেলে কিছু করা দরকার হয়। আমি অত্যন্ত আনন্দিত যে, আমার মতো নিজের মতো করে পরিযায়ীদের সাহায্য করতে পেরেছি এবং যতটা পারব, করে যাব। দিবারাত্র আমাদের ও রাজ্য, শহরের উন্নতির জন্য কাজ করে চলা আমাদের আসল হিরোদের জন্য ন্যূনতম এটুকু তো করতেই পারি আমরা। ওরা যাতে এরকম গুরুত্বপূর্ণ সময়ে বাড়িতে, প্রিয়জনেদের কাছে ফিরতে পারে, সেজন্য সামান্য পরিবহণের সুবিধাটুকু চাইছে। আমি এমন উদ্যোগে সাথী হওয়ার জন্য প্রিয় বন্ধু নীতি গোয়েলকে ধন্যবাদ দিতে চাই।
এবার উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহারে পরিযায়ী শ্রমিকদের বাসে ফেরার বন্দোবস্ত সোনু সুদের, দিলেন খাবারের প্যাকেটও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2020 07:30 PM (IST)
হ্যাপি নিউ ইয়ার ছবির অভিনেতা পরিযায়ী শ্রমিকদের শোচনীয় দুর্দশার নানা খন্ডচিত্র দেখে বিচলিত বোধ করেছেন। বলেছেন, কষ্টে থাকা লোকগুলোকে শেষ পর্যন্ত নিরাপদে ঘরের উদ্দেশ্যে রওনা দিতে দেখে কী অনুভূতি যে হয়, সেটা মুখে বলে বোঝাতে পারব না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -