অ্যাডিলেড: মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ম্যাক্সওয়েলের বদলে দলে নেওয়া হয়েছে ডি’আর্সি শর্টকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার মনোবিদ মাইকেল লয়েড জানিয়েছেন, ‘মানসিক স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সমস্যায় পড়েছে গ্লেন ম্যাক্সওয়েল। সেই কারণে ও কিছুদিন খেলা থেকে দূরে থাকবে। গ্লেন নিজের সমস্যা চিহ্নিত করতে পেরেছে। ও সাপোর্ট স্টাফদের সাহায্য নিচ্ছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার এগজিকিউটিভ জেনারেল ম্যানেজার বেন অলিভার জানিয়েছেন, ‘আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা যাতে ভাল থাকেন, সেই বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের কাছ থেকে সবরকম সাহায্য পাবে গ্লেন। ও অস্ট্রেলিয়ার একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আশা করি আগামী গ্রীষ্মে ও দলে ফিরবে।’
মানসিকভাবে অসুস্থ, ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন গ্লেন ম্যাক্সওয়েল
Web Desk, ABP Ananda
Updated at:
31 Oct 2019 01:10 PM (IST)
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ম্যাক্সওয়েলের বদলে দলে নেওয়া হয়েছে ডি’আর্সি শর্টকে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -