অ্যাডিলেড: মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ম্যাক্সওয়েলের বদলে দলে নেওয়া হয়েছে ডি’আর্সি শর্টকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মনোবিদ মাইকেল লয়েড জানিয়েছেন, ‘মানসিক স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সমস্যায় পড়েছে গ্লেন ম্যাক্সওয়েল। সেই কারণে ও কিছুদিন খেলা থেকে দূরে থাকবে। গ্লেন নিজের সমস্যা চিহ্নিত করতে পেরেছে। ও সাপোর্ট স্টাফদের সাহায্য নিচ্ছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার এগজিকিউটিভ জেনারেল ম্যানেজার বেন অলিভার জানিয়েছেন, ‘আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা যাতে ভাল থাকেন, সেই বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের কাছ থেকে সবরকম সাহায্য পাবে গ্লেন। ও অস্ট্রেলিয়ার একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আশা করি আগামী গ্রীষ্মে ও দলে ফিরবে।’