নয়াদিল্লি: দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। মঙ্গলবার সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল। উত্তরপূর্বের কয়েকটি রাজ্য বাদ দিলে দেশের সিংহভাগ রাজ্যেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। দেশে সংক্রমণ যখন শুরু হয়, তখন মহারাষ্ট্রের পাশাপাশি যে কেরল ছিল সামনের সারিতে, সেখানে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানাল রাজ্যের সরকার।



মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সোমবার জানিয়েছেন, ক্রমশ আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন। গতকাল আরও ১৯ জনের সেরে ওঠার কথা জানিয়ে তিনি জানান, রাজ্যে এখন মোট আক্রান্তের তুলনায় বেশি সেরে ওঠা মানুষের সংখ্যা। কেরলে গতকাল পর্যন্ত অ্যাকটিভ অর্থাত্ করেনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৭৮। আর চিকিত্সায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৮ জন। গতকাল অবশ্য নতুন করে সংক্রমণের তিনটি ঘটনার কথা জানা গিয়েছে। কোভিড ১৯ সংক্রমণ নিশ্চিত হওয়ার জন্য কেরলে এখনও পর্যন্ত মোট ১৫৬৮৩টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে।
১৪৮২৯টির রিপোর্ট নেগেটিভ এসেছে। ১ লক্ষ ১২হাজার ১৮৩ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৭১৫টি হাসপাতালে।

কেরল তার তুলনামূলক ভাবে অন্য রাজ্যগুলির চেয়ে উন্নত স্বাস্থ্য চিকিত্সা পরিকাঠামো, সামাজিক সচেতনতা দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় নেমে কিছুটা সফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।