গঞ্জাম: রাস্তায় বার হতে গেলে মাস্ক পরতেই হবে। নিয়ম করল ওড়িশার গঞ্জাম জেলা। রাজ্যে পরপর করোনা সংক্রমণ ধরা পড়ায় মাস্ক ছাড়া বাইরে দেখা গেলে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গঞ্জাম ওড়িশার সমুদ্র উপকূলবর্তী এলাকা, ফলে সংক্রমণের আশঙ্কা বেশি। জেলা শাসক বিজয় অমৃতা কুলাঙ্গে জানিয়েছেন, শহরাঞ্চলে কেউ যদি মুখোশ ছাড়া ঘরের বাইরে পা রাখেন, তবে ১০০০ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। আর গ্রামে দিতে হবে ৫০০ টাকা। সুতির কাপড়ের মাস্কই হোক বা রুমাল অথবা ওড়না, চাদর-নাক মুখটা তো ঢেকে রাখুন।
এর মধ্যে ওড়িশার সেলফ হেল্প গ্রুপগুলির অন্তত ৪০০ মহিলা সদস্য করোনা প্রতিরোধে ১০ লাখের বেশি মাস্ক বানিয়ে ফেলেছেন। রাজ্য সরকারের মিশন শক্তি প্রোগ্রামের আওতায় প্রতিদিন তৈরি হচ্ছে ৫০,০০০-এর মত মাস্ক। গঞ্জামের কুকুদাখান্ডি ব্লকের মাতিয়া সহি গ্রামে কিছুদিন আগে ভুবনেশ্বর থেকে অন্তত ১৩০ জন অভিবাসী শ্রমিক ফিরে আসেন, এরপরই ওই গ্রামের চারপাশ সিল করে দেওয়া হয়েছে, মাস্ক পরার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বসেছে মাতিয়া সহি গ্রামে মানুষজন ও যানবাহনের আসা যাওয়াতেও।
মুখে মাস্ক নেই? ওড়িশার এই জেলায় ঢুকলেই জরিমানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2020 11:29 AM (IST)
জেলা শাসক বিজয় অমৃতা কুলাঙ্গে জানিয়েছেন, শহরাঞ্চলে কেউ যদি মুখোশ ছাড়া ঘরের বাইরে পা রাখেন, তবে ১০০০ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। আর গ্রামে দিতে হবে ৫০০ টাকা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -