নয়াদিল্লি: পাকিস্তান সহ মুসলিম সংখ্যাগুরু ৫৭টি দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সংশোধিত নাগরিকত্ব আইন ও অযোধ্যা মামলার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানাল, ভারতে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনাবলী মুসলিমদের ওপর ‘প্রভাব ফেলছে’, সেগুলির দিকে তারা ‘গভীর’ নজর রাখছে। চলতি মাসেই সংসদে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের পর তা এখন আইন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ওআইসি বলেছে, ভারত সরকার যেন সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের ধর্মস্থানগুলির সুরক্ষা সুনিশ্চিত করে।
সাধারণত নানা ইস্যুতে ভারত-পাকিস্তানের বিরোধ, সংঘাতের পরিস্থিতিতে ইসলামাবাদের পক্ষই নেয় ওআইসি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে মুসলিমদের প্রভাবিত করছে, এমন সাম্প্রতিক ঘটনাবলীর ওপর গভীর ভাবে নজর রাখছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের জেনারেল সেক্রেটারিয়েট। নাগরিকত্ব অধিকার ও বাবরি মসজিদ মামলা-উভয় ইস্যুতেই সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনটি। প্রসঙ্গত, নয়া নাগরিকত্ব আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা লোকজনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
‘রাষ্ট্রপুঞ্জের সনদে উল্লিখিত নীতি, দায়বদ্ধতাগুলি তুলে ধরা ও কোনওরকম বৈষম্য ছাড়া সংখ্যালঘুদের অধিকারের গ্যারান্টি দেওয়া প্রাসঙ্গিক আন্তর্জাতিক নিয়মরীতি পালনের অসীম গুরুত্বের ওপর জোর দিচ্ছে’ ওআইসি, বলা হয়েছে বিবৃতিতে। ‘এই নীতিসমূহ, দায়বদ্ধতার পরিপন্থী যে কোনও পদক্ষেপই আরও উত্তেজনা তৈরি করতে পারে ও গোটা অঞ্চলে শান্তি ও নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে’ বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে ওআইসি।