নয়াদিল্লি: স্ত্রীকে প্রকাশ্যে চড় বিজেপি নেতার! অভিযুক্ত নেতার নাম আজাদ সিংহ। মেহরৌলির বিজেপি জেলা সভাপতি আজাদের দিল্লির বিজেপি অফিসে স্ত্রীকে সবার সামনে চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে। সভাপতি পদে অপসারিত হয়েছেন তিনি। ভিডিওতে দলের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সিনিয়র নেতা প্রকাশ জাভরেকরের সঙ্গে দলীয় দপ্তরে বৈঠকের পর স্ত্রীকে চড় মারতে দেখা যায় তাঁকে। আজাদের স্ত্রী দক্ষিণ দিল্লির প্রাক্তন মেয়র। বিজেপি নেতারা জানিয়েছেন, কিছুদিন ধরেই দাম্পত্য বিবাদ চলছিল আজাদ ও তাঁর স্ত্রী সরিতা চৌধুরির। আজাদ ডিভোর্স চেয়ে মামলা করেছেন। দলের পন্থ মার্গ অফিসে জাভরেকরের বৈঠক থেকে বেরনোর পরই তাঁদের ঝগড়া শুরু হয়। জাভরেকর বিধানসভা নির্বাচনে দিল্লি বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা। সামনের বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট। দিল্লিতে লোকসভা নির্বাচনে সাতটি আসন জয়ের পাশাপাশি পুরসভা ভোটেও সাফল্য পেয়ে বিজেপি দারুণ উজ্জীবিত। আজাদের স্থলাভিষিক্ত হয়েছেন দিল্লি বিজেপির নেতা বিকাশ তানোয়ার। তাঁকে অবশ্য মেহরৌলি জেলা শাখার অস্থায়ী সভাপতি করেছে দল। আজাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দিল্লি বিজেপির নেতারা। দিল্লি বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি ইতিমধ্যেই বলেছেন, একজন মহিলার সম্মান রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। আমরা তদন্ত কমিটি গড়েছি। অভিযুক্তকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিঃসংশয়ে ঘটনাটি বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। এক প্রথম সারির নেতা বলেছেন, অনেক বছর ধরেই দুজনের দাম্পত্য বিরোধ চলছে। তবে এরকম খোলাখুলি সবার সামনে তাঁরা ঝগড়া করবেন, ভাবা যায়নি। ঘটনা সম্পর্কে সরিতা চৌধুরির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও আজাদ বলেছেন, ও আমায় প্রথমে গালাগাল দেয়, হামলা করে আমার ওপর, আত্মরক্ষায় আমি ওকে ধাক্কা মারি। ফোনে সরিতার মত জানতে চাওয়া হলে অন্য কেউ তাঁর ফোন ধরে জানান, তিনি ডাক্তারের কাছে আছেন। দিল্লি পুলিশের এক অফিসার বলেছেন, আমরা ঘটনাটি সম্পর্কে কারও কাছ থেকে অভিযোগ পাইনি, পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।