পূর্ব দিল্লিতে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। বিকেল চারটে নাগাদ একটি কালো পালসারে চড়ে মহিলার বাড়ির সামনে এসে হাজির হয় দু’জন। তাঁর কাছে জল চায় তারা। জল আনতে তিনি বাড়ির ভেতরে ঢুকলে তারা তাঁর ছোট্ট মেয়েকে তুলে নিয়ে বাইকে চাপিয়ে পালাতে চেষ্টা করে। মেয়ের চিৎকারে বাড়ি থেকে ছিটকে বেরিয়ে আসেন মা। ঝাঁপিয়ে পড়ে সবে চালু হওয়া বাইক থেকে মেয়েকে কেড়ে নেন তিনি। তাঁর প্রতিরোধের মুখে পড়ে প্রথম অপহরণকারী গলি থেকে ছুটে চম্পট দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে পড়শিরা টের পেয়েছেন, তাঁরা চেষ্টা করেন অন্যজনকে ধরতে। অপহরণকারীরা পালায় ঠিকই কিন্তু ফেলে রেখে যায় বাইক ও ব্যাকপ্যাক। সেই সূত্র ধরে বাইকের মালিক ধীরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
দেখুন সিসিটিভির ভিডিও
পুলিশের দাবি, ধীরাজ জানিয়েছে, শিশুটির কাকা উপেন্দ্র রয়েছে এই ঘটনার পিছনে। উপেন্দ্রর দাদা কাপড়ের ব্যবসা করে ভাল উপার্জন করছেন, তাই ঈর্ষা হয়েছিল তার। ভাইঝিকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার ছক কষেছিল সে।