চণ্ডীগড়: লকডাউনের মধ্যে ফিকে হয়ে গিয়েছে সব জন্মদিনের স্বাদ। অন্য অন্য বছর হইহই করে আসা দিনগুলো এবার আসছে চুপি চুপি, শুধু বাড়ির লোকরাই জানতে পারছেন, আজ প্রিয় মানুষটির জন্মদিন। কাউকে নেমন্তন্ন করা তো দূরের কথা, পায়েস, কেকেরও ব্যবস্থা করা যাচ্ছে না।


এরই মধ্যে পঞ্জাবের এক শিশুকন্যার বাড়ি কেক পৌঁছে দিল রাজ্য পুলিশ। আজ তার প্রথম জন্মদিন, পুলিশ আধিকারিকরা তার বাড়ি নিয়ে এলেন সারপ্রাইজ কেক। টুইটারে ভিডিওটি শেয়ার করেছে পঞ্জাব পুলিশ, তাতে দেখা যাচ্ছে, মাস্ক-গ্লাভস পরা জনাপাঁচেক পুলিশকর্মী একটি বাড়ির বাইরে বাইক দাঁড় করাচ্ছেন। বেল বাজাতে বাবা মায়ের কোলে বাচ্চাটি বেরিয়ে আসে। তাঁদের হাতে কেক তুলে দিয়ে পুলিশকর্মীরা গেয়ে শোনান জন্মদিনের গান।



পুঁচকের নাম মাইরা, বাড়ি পঞ্জাবের মনসা জেলায়। বাবা মার সঙ্গে নিভৃতেই প্রথম জন্মদিন কাটানোর কথা ছিল তার। কিন্তু কেকের ছোঁয়া বিশেষ স্বাদ এনে দিল তার জন্মদিনে।