মুম্বই: টেলিভিশনে পা রাখার পর থেকেই অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনজেট। কসৌটি জিন্দেগি কে-তে শিখা বাজাজের চরিত্রই হোক বা দিল মিল গ্যয়ে-তে সৎ চিকিৎসর ঋদ্ধিমা গুপ্ত অথবা বেহাধ-এর উন্মাদ প্রেমিকা- জেনিফার বারবার মুগ্ধ করেছেন তাঁর দর্শকদের। আজ তাঁর জন্মদিনে তাঁর অভিনীত এমনই কিছু চরিত্রের সঙ্গে পরিচয় করা যাক।
একতা কপূরের কসৌটি জিন্দেগি কে-তে স্নেহা বাজাজ চরিত্রে জেনিফারকে দর্শকদের ভাল লাগে। সঙ্গম-এ তিনি অভিনয় করেন এক উচ্চাকাঙ্খী তরুণীর চরিত্রে যিনি বাবার স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। সঞ্জয় লীলা ভনশালীর সরস্বতীচন্দ্র-তেও তাঁকে দেখা যায়। কিন্তু জেনিফারকে প্রকৃত খ্যাতি এনে দেয় টিভি সিরিয়াল বেহাধ, তাতে তাঁর চরিত্রের নাম ছিল মায়া, প্রেমিকা হিসেবে অবসেসিভ ছিল সে।
টিভি শো বেপন্নাহ-য় তাঁকে দেখা যায় এক ভীতু মেয়ের চরিত্রে। আবার ওয়েব সিরিজ কোড এম-এ সেনা অফিসার হিসেবে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আজ জেনিফার উইনজেটের জন্মদিন, দেখে নিন ছোট পর্দায় তাঁর সফর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2020 05:33 PM (IST)
জেনিফারকে প্রকৃত খ্যাতি এনে দেয় টিভি সিরিয়াল বেহাধ, তাতে তাঁর চরিত্রের নাম ছিল মায়া, প্রেমিকা হিসেবে অবসেসিভ ছিল সে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -