মুম্বই: টেলিভিশনে পা রাখার পর থেকেই অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনজেট। কসৌটি জিন্দেগি কে-তে শিখা বাজাজের চরিত্রই হোক বা দিল মিল গ্যয়ে-তে সৎ চিকিৎসর ঋদ্ধিমা গুপ্ত অথবা বেহাধ-এর উন্মাদ প্রেমিকা- জেনিফার বারবার মুগ্ধ করেছেন তাঁর দর্শকদের। আজ তাঁর জন্মদিনে তাঁর অভিনীত এমনই কিছু চরিত্রের সঙ্গে পরিচয় করা যাক।

একতা কপূরের কসৌটি জিন্দেগি কে-তে স্নেহা বাজাজ চরিত্রে জেনিফারকে দর্শকদের ভাল লাগে। সঙ্গম-এ তিনি অভিনয় করেন এক উচ্চাকাঙ্খী তরুণীর চরিত্রে যিনি বাবার স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। সঞ্জয় লীলা ভনশালীর সরস্বতীচন্দ্র-তেও তাঁকে দেখা যায়। কিন্তু জেনিফারকে প্রকৃত খ্যাতি এনে দেয় টিভি সিরিয়াল বেহাধ, তাতে তাঁর চরিত্রের নাম ছিল মায়া, প্রেমিকা হিসেবে অবসেসিভ ছিল সে।



টিভি শো বেপন্নাহ-য় তাঁকে দেখা যায় এক ভীতু মেয়ের চরিত্রে। আবার ওয়েব সিরিজ কোড এম-এ সেনা অফিসার হিসেবে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।