সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: গাড়ি দুর্ঘটনায় পান্ডুয়া হাসপাতালে মৃত্যু হল ১ জনের। আহত ৫ জন। দুজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার বেলা ১১টা নাগাদ ট্রাক্টর লরি ও মারুতির সংঘর্ষ হয় পান্ডুয়া শিমলাগড় গোয়াড়া মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে মারুতি ভ্যান , ট্রাক্টর ও লরি একই দিকে যাচ্ছিল। সেই সময় লরিটির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। দু টুকরো হয়ে যায় ট্রাক্টরটি। এরপরে পেছনে থাকা মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রাক্টরের পেছনে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় চালক সহ দুজন।
প্রাথমিকভাবে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে যান পান্ডুয়া থানার পুলিশ। তাদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় পান্ডুয়ার শিবরাই গ্রামের বছর ৪৬ এর বাসিন্দা গোলাম মোস্তফার। তাঁদের মধ্যে দুজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজনকে ছেড়ে দিলেও এক মহিলার চিকিৎসা চলছে পান্ডুয়া হাসপাতালে। পলাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এদিকে হুগলির উত্তরপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বুধবার ৷ পুলিশ সূত্রে খবর, উত্তরপাড়া স্টেশন রোডের এলাকায় একটি আবাসনে থাকেন শিশুরোগ বিশেষজ্ঞ হরিপ্রসাদ গায়েন। চিকিৎসকের ফ্ল্যাট থেকে দিনে দুপুরে ২ লক্ষ টাকা ও ১২ ভরি সোনার গয়না চুরি করে পালালো চোর ৷ ঘটনার পর এলাকায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় ৷ পরিবারের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ।
ফ্ল্যাটে তালা দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে কাজে বেরিয়ে ছিলেন চিকিৎসকের স্ত্রী৷ সেসময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে আলমারি ফাঁকা করে চম্পট দেয় চোর। হুগলির উত্তরপাড়ায় চিকিৎসকের ফ্ল্যাট থেকে দিনে দুপুরে ২ লক্ষ টাকা ও ১২ ভরি সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷