নয়াদিল্লি: সংসদে হামলাকাণ্ডে গ্রেফতার আরও ১(Smoke Cannister Incident )। সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় জড়িতে সন্দেহে ধৃত। দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার আরও ১ (Delhi Police)। সংসদে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬।সংসদে তাণ্ডবের ঘটনার পর প্রমাণ লোপাটে মোবাইল পুড়িয়ে দেয় হামলাকারীরা। সেই পোড়া মোবাইল উদ্ধার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য় নিচ্ছেন তদন্তকারীরা।







পুলিশ যখন তাঁকে হন্যে হয়ে খুঁজছে, তখন সংসদে অশান্তির ঘটনায় মূল চক্রী নিজেই এসে থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ সূত্রে খবর, ললিত ঝাকে জেরায় জানা গেছে, সাংসদের সই করা পাস থাকায় লোকসভার ভিতরে তাণ্ডবের দায়িত্ব দেওয়া হয় সাগর শর্মা ও মনোরঞ্জন ডি-কে। অমল শিন্ডে ও নীলম দেবীর দায়িত্ব ছিল সংসদের বাইরে বিক্ষোভ দেখানোর। তাঁরা ব্যর্থ হলে ময়দানে নামতেন কৈলাস, মহেশ।


আরও পড়ুন, পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট ! সংসদকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


পুলিশ সূত্রে খবর, ঘটনার ভিডিও রেকর্ডিং করার পর সেখান থেকেই পালিয়েছিল সংসদ হানায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা। দিল্লি থেকে বাসে করে পৌঁছে যায় রাজস্থানের নাগৌরে। সেখানে ২ বন্ধুর সঙ্গে দেখা করেন ললিত। রাতে সেখানকারই একটি হোটেলে ছিলেন। দিল্লি পুলিশ সূত্রে খবর, পুলিশ তাঁকে খুঁজছে বুঝতে পেরে এরপর বাসে করে নিজেই ফিরে আসে দিল্লিতে। পুলিশ সূত্রে দাবি, তথ্যপ্রমাণ লোপাট করতে সহযোগী মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল শিন্ডে ও নীলম দেবী,এই চারজনেরই ফোন রাজস্থানে পুড়িয়ে দেয় ললিত।