হরিয়ানার নুহ-তে বুথের বাইরে পাথর ছোঁড়াছুড়ি ২ গোষ্ঠীর, জখম মহিলা
Web Desk, ABP Ananda | 21 Oct 2019 04:00 PM (IST)
জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, বর্তমান ও প্রাক্তন সরপঞ্চদের মধ্যে কোনও বিষয়ে তর্কাতর্কির জেরে দুজনের সমর্থকরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাথর ছোঁড়াছুড়ি হয়। জখম হন এর মহিলা। যদিও এতে ভোটদান প্রক্রিয়া মার খায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নুহ-র পুলিশ সুপার সঙ্গিতা কালিয়া।
চন্ডীগড়: হরিয়ানায় ভোটের দিন অশান্তি। মেওয়াট এলাকার নুহ জেলার মালাক্কা গ্রামের একটি বুথের বাইরে দুটি গোষ্ঠীর সংঘর্ষে এক জখম এক মহিলা। জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, বর্তমান ও প্রাক্তন সরপঞ্চদের মধ্যে কোনও বিষয়ে তর্কাতর্কির জেরে দুজনের সমর্থকরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাথর ছোঁড়াছুড়ি হয়। জখম হন এর মহিলা। যদিও এতে ভোটদান প্রক্রিয়া মার খায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নুহ-র পুলিশ সুপার সঙ্গিতা কালিয়া। তিনি বলেন, যে গ্রামে সংঘর্ষ হয়েছে, সেটি নুহ-র ফিরোজপুর ঝিরকা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। দুটি গোষ্ঠীর কিছু পুরানো শত্রুতাই আজকের সংঘর্ষের কারণ বলে উল্লেখ করেন কালিয়া। ঘটনাস্থল ঘুরে এসে তিনি বলেন, আমরা এ ঘটনার ব্যাপারে এফআইআর দায়ের করেছি। পরবর্তী তদন্ত চলছে। ওখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে, নিরুপদ্রব ভোটগ্রহণ নিশ্চিত করতেই আমরা এসেছি। নুহ জেলায় একটি গুলিচালনার ঘটনা আরও কয়েকটি জায়গায় ছোটখাটো সংঘর্ষের খবর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। তাঁরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। হরিয়ানায় ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে সকাল সাতটা থেকে।