নয়াদিল্লি: একমাত্র মাকে উপেক্ষা করা সম্ভব না। তাই এবার কৃষি আইন নিয়ে সমস্যা সমাধানের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারী কৃষক। পঞ্জাবের ফিরোজপুর জেলার ওই কৃষক প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে চিঠি লিখেছেন। ৩ কৃষি আইন প্রত্যাহার নিয়ে মোদির মাকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, একমাত্র কান ধরে ছেলেকে নির্দেশ দিতে পারেন।
পঞ্জাবের ওই কৃষকের নাম হরপ্রীত সিংহ। তিনি চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির রাস্তায় শুয়ে আছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা। ৯০-৯৫ বছরের বৃদ্ধ থেকে শিশু, মহিলারা এই আন্দোলনে সামিল হয়েছেন। শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি অনেকে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। চিঠিতে ১০০ বছর বয়সি হীরাবেনরে তিনি লিখেছেন, আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই ৩ আইন বাতিল করতে।
উল্লেখ্য কৃষি আইন প্রত্যাহারের দিল্লির সীমান্তে আন্দোলনে সামিল হয়েছেন হরপ্রীত সিংহ। বিনা অনুমতিতে সিমলায় আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন তিনি। যদিও পরের দিনই ছেড়ে দেওয়া হয়। এরপরই হীরাবেন মোদিকে চিঠি লেখেন তিনি। হিন্দীতে লেখা ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন। শান্তিপূর্ণভাবে দিল্লি সীমান্তে আন্দোলন হচ্ছে। এই ৩ কৃষি আইন অম্বানি, আদানি সহ কর্পোরটদের জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে অসন্তুষ্ট কৃষকরা।
তিনি আরও লিখেছেন, আপনি একজন মা। আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারেবন না। কারণ সন্তানের কাছে তাঁর মা হলো ভগবান। ওঁকে বলুন এই ৩ আইন প্রত্যাহার করতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন। সারা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশবাসীর কাছে বড় জয় হবে সেটা।
গত বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। এরপর দফায় দফায় দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান কৃষকরা। গত ২৬ নভেম্বর দিল্লির সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। ইতিমধ্যেই দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে কৃষক প্রতিনিধিদের। কিন্তু সমাধান সূত্র এখনও বেরোয়নি।
Farmer Protest: ছেলেকে বোঝান, কৃষি আইন প্রত্যাহার নিয়ে মোদির মাকে চিঠি কৃষকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2021 10:32 AM (IST)
পঞ্জাবের ওই কৃষকের নাম হরপ্রীত সিংহ। তিনি চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির রাস্তায় শুয়ে আছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -