কলকাতা: প্রয়াত দেশের আরও এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, কংগ্রেস নেতা এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তাঁর বয়স হয়েছিল ৭৯। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ।


তিনি লেখেন, "আপ্পার মৃত্যু হয়েছে৷" কেরলের দু'দুবারের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁর পরিবারে রইলেন প্রবীণ নেতার স্ত্রী মারিআম্মা, কন্যা মারিয়া ওমেন, ছেলে চণ্ডী ওমেন ও আছু ওমেন৷                                                                       


ওমেন চান্ডির জন্মেছিলেন ১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় । টানা ১১ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ওমেন চান্ডি। প্রথমবার ২৭ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন তিনি। প্রায় ১৯ হাজার দিনের জন্য তিনি পুতুপল্লী বিধানসভা আসনের বিধায়ক ছিলেন। কেরলের ইতিহাসে তাঁর নামেই সবচেয়ে বেশি সময়ের জন্য বিধানসভার সদস্য থাকার নজির ।






 


আরও পড়ুন, পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল


কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ টুইট করে লেখেন, "কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমেন চান্ডি প্রয়াত ৷ এক রাজা যিনি দুনিয়াটাকে ভালোবাসার শক্তি দিয়ে জয় করেছিলেন, তার গল্প শেষ হল ৷ আজ এই কিংবদন্তি নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷"