নয়াদিল্লি : অশান্ত সুদান (Sudan) থেকে রওনা দিল ভারতীয়দের প্রথম দল। ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) জাহাজে তাঁদের আনা হচ্ছে সৌদি আরবের জেদাহ-য়। আজ এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (Foreign Ministry)। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আইএনএস সুমেধা (INS Sumedha) জাহাজে ওঠা ভারতীয়দের ছবি ট্যুইট করেছেন। তাঁদের উদ্ধার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাতে জাতীয় পতাকা তুলে ধরেন কেউ কেউ। ট্যুইটারে অরিন্দম বাগচি লেখেন, অপারেশন কাবেরিতে ভারতীয়দের প্রথম দলটি সুদান ছেড়েছে। পোর্ট সুদান থেকে জেদাহ-র উদ্দেশে রওনা দেন ২৭৮ জন ভারতীয়। 



গত কয়েক দিন ধরে হিংসাত্মক সংঘর্ষে উত্তাল সুদান। দেশের সেনা ও আধাসেনার মধ্যে তুমুল অশান্তি চলছে। নির্বাচিত সরকারের হাতে কবে দেশের শাসনভার তুলে দেওয়া হবে, তাই নিয়েই এই অশান্তির সূত্রপাত। রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হওয়া ইস্তক ভারতীয়-সহ অন্তত ৩০০ জন খুন হয়েছেন। মূলত দেশের শাসনভার নিয়ে সেনা ও আধানসেনার মধ্যে জোরাল লড়াই চলছে।


ভারতের তরফে দিনকয়েক আগেই সুদানের পরিস্থিত 'অত্যন্ত উত্তেজনাপূর্ণ' বলে মন্তব্য করা হয়েছিল। সঙ্গে এও জানানো হয় যে, সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষিত রাখতে সব রকম চেষ্টা করা হচ্ছে। কীভাবে তাঁদের বের করে আনা যায়, সেই পরিকল্পনাও শুরু হয়েছে। যত ক্ষণ পর্যন্ত তা বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ কী হবে সেই নকশাও তৈরি। পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও নিরন্তর কথা বলে চলেছে ভারত। তবে শেষমেশ কী ভাবে সুদানের ভারতীয়দের উড়িয়ে আনা হবে, তার পুরোটাই নির্ভর করবে সেখানকার পরিস্থিতির উপর, জানিয়ে দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তার পরই, গত ২১ এপ্রিল উচ্চপর্যায়ের বৈঠকে বসেন স্বয়ং প্রধানমন্ত্রী।


এই পরিস্থিতিতে আজ 'অপারেশন কাবেরি'-তে ২৭৮ জন ভারতীয়কে উদ্ধার করা হয়। তাঁদের জন্য দুটি পরিবহণ বিমান রাখা হয়েছে জেদাহ-য়। সেখানে পৌঁছানোর পর তাঁদের বাড়ি ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, গোটা সুদানজুড়ে ৩ হাজার ভারতীয় থাকে। 


 



আরও পড়ুন ; ক্ষমতার দখল ঘিরে উত্তপ্ত সুদান, মুখোমুখি সংঘর্ষে সেনা-আধাসেনা, প্রাণ গেল ভারতীয়ের