কলকাতা: করোনার মধ্যেই আজ তাদের ৫জি স্মার্টফোন এ৯২এস ৫জি-কে বাজারে আনছে ওপো। ফোনে রয়েছে ডুয়াল পাঞ্চহোল ডিসপ্লে আর শক্তিশালী প্রসেসর।
শোনা যাচ্ছে, ওপো এ৯২এস ৫জি-তে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, সঙ্গে ১২০ হার্টজের সাপোর্ট। এছাড়া এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ৫জি প্রসেসর ও ৬ জিবি র্যাম। এই স্মার্টফোন কাজ করবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৪,০০০ এমএইচএ ব্যাটারি, যার সঙ্গে থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
ছবির জন্য এতে রয়েছে কড রিয়ার ক্যামেরা, তাতে ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল, ২ মেগাপিক্সল ম্যাক্রো লেন্স আর ২ মেগাপিক্সল ডেপথ সেন্সর থাকবে। সামনে থাকছে ১৬ মেগাপিক্সল আর ২ মেগাপিক্সলের ক্যামেরা।
আজই বাজারে আসছে ওপো এ৯২এস ৫জি স্মার্টফোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2020 08:11 AM (IST)
সামনে থাকছে ১৬ মেগাপিক্সল আর ২ মেগাপিক্সলের ক্যামেরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -