নয়াদিল্লি: পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে তৃতীয় দফায় বৈঠক বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের। পটনা, বেঙ্গালুরুর পর এবার বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। আগামী ৩১ অক্টোবর সেখানে বৈঠকে বসবেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। বৈঠক চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। (I.N.D.I.A Meeting)
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, মুম্বইয়ে I.N.D.I.A জোটের বৈঠকে শামিল হতে পারেন বিরোধী শিবিরের প্রায় ৮০ জন নেতা-নেত্রী। ২৬টি রাজনৈতিক দল অংশ নেবেন ওই বৈঠকে। দেশের বাণিজ্য নগরীতে এই বৈঠকের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে নির্বাচনী খরচের প্রশ্নও। (Lok Sabha Elections 2024)
বিজেপি বিরোধী বিরোধীদের বৈঠকে এখনও পর্যন্ত ২৬টি দল নাম লিখিয়েছে। মুম্বইয়ের বৈঠকে আরও একাধিক দল I.N.D.I.A জোটে নাম লেখাবে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, মুম্বইয়ের বৈঠকেই বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের প্রতীকীচিহ্নও প্রকাশ করা হবে বলে খবর। ১ সেপ্টেম্বর বৈঠকের শেষ দিনে তার উন্মোচন হতে পারে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি বিরোধী শিবিরের যে জোট, তার নাম ইন্ডিয়ান ন্য়াশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে I.N.D.I.A. বিজেপি নেতৃত্বাধীন ন্য়াশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (NDA)-কে হারানোই বিরোধী জোটের লক্ষ্য। যদিও জোটের নাম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। নামের সঙ্গে ভারত জুড়লেই ভোট পাওয়া যায় না বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, সন্ত্রাসী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মুজাহিদিন এমনকি ঔপনিবেশিক শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও বিরোধী জোটের তুলনা টানেন। যদিও বিরোধীদের দাবিস, ভয় পেয়েই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন মোদি।
এর আগে, জুন মাসে পটনায় বিরোধী জোটের প্রথম বৈঠকটি হয়। জুলাই মাসে বেঙ্গালুরুতে হয় দ্বিতীয় বৈঠক। অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নেতাদের অনেকেই সেই বৈঠকে হাজির ছিলেন। এবারে মুম্বইয়ে বৈঠকের আয়োজনের গুরুভার রয়েছে উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনার (UBT) হাতে। মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে নৈশভোজের আয়োজন হবে ৩১ জুলাই। সেখানেই সাংবাদিক বৈঠকের পর শুরু হবে আলোচনা। মধ্যাহ্নভোজের আয়োজন করবে মহারাষ্ট্র কংগ্রেস। মহা আঘাডি জোটের শরদ পওয়ার, উদ্ধব এবং অশোক চহ্বাণ সেই নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। বৈঠক চলাকালীন মুম্বইয়ের তিলক ভবনে কংগ্রেসের সদর দফতরেও যেতে পারেন রাহুল গাঁধী।