মুম্বই: গতকাল কন্যা সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি। অনুষ্কার কোল জুড়ে এসে ফুটফুটে একরত্তি। এই খবর সামনে আসতেই উপচে পড়ে শুভেচ্ছা। শুধু ক্রিকেট বা অভিনয় জগতের লোকজনই নন, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিনন্দন জানান।

বিরুষ্কাকে ভালবাসা জানান নেটিজেনরা। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন তাঁরা। কিন্তু ভালবাসা শুভেচ্ছার মাঝেই একরত্তিকে দেখার জন্য অপেক্ষা করছিলেন সবাই। ঠিক তখনই বিরাট কোহলির ভাই বিকাশ কোহলির শেয়ার করা একটি ছবি সদ্যোজাতর প্রথম ছবি বলে ধরে নেওয়া নয়।

এদিন নিজের ইনস্টাগ্রামে বিকাশ কোহলি এক সদ্যোজাতর  পায়ের ছবি শেয়ার করেন। একইসঙ্গে ক্যাপশনে লেখেন ওয়েলকাম নোটও। তিনি লিখেছেন, উপচে পড়ছে খুশি। বাড়িতে এলো পরী।



আর সেই ছবি তাঁর ভাইঝির প্রথম ছবি, এ ধরনের কথা রটে যাওয়ার পর বিকাশ এদিন পুরো বিষয়টি খোলসা করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টারনেটে এ ধরনের ছবি প্রচুর রয়েছে। তারইমধ্যে থেকে নেওয়া ছবি ছিল ওটি। তা তাঁর সদ্যোজাত ভাইঝির আসল ছবি নয়। কোনও কোনও সংবাদমাধ্যমে এটিকে সদ্যোজাতর প্রথম ছবি বলে উল্লেখ করছে। এজন্যই পুরো বিষয়টি সাফ করে দিতেই এই পোস্ট করছি।

বাবা হওয়ার খবর গতকাল নিজেই জানান বিরাট। একইসঙ্গে জানিয়েছেন ভাল আছেন মা অনুষ্কা এবং সদ্যোজাত।

সোমবার বিকেলে বিরাটই ট্যুইট করে খবরটি প্রথম জানান। হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় ট্যুইট করেন তিনি। লেখেন, 'আপনাদের জানাতে রোমাঞ্চিত বোধ করছি যে, আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অনুষ্কা আর মেয়ে, দুজনই ,সম্পূর্ণ সুস্থ আছে। জীবনের নতুন এই অধ্যায় শুরু করার সময় নিজেদের আশীর্বাদধন্য মনে হচ্ছে। আশা করছি এই সময়ে আমাদের কাটানো ব্য়ক্তিগত মুহূর্তকে আপনারা সম্মান করবেন। সকলের জন্য ভালবাসা রইল, বিরাট।'



২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট ও অনুষ্কা। গত বছর অগাস্ট মাসে অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানা যায়। বড় পর্দায় অনুষ্কাকে শেষ দেখা যায় জিরোতে। ২০১৮ সালে মুক্তি পায় ওই ছবি। বিপরীতে ছিলেন শাহরুখ খান। ছবিতে ছিলেন ক্যাটরিনা কইফ। ডিডিটাল প্ল্যাটফর্মে বুলবুল, পাতাল লোকের মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি।