করুণাময় সিংহ, মালদা: বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের (tmc) গোষ্ঠী কোন্দল। মালদা শহরে গাঁধী ধর্মশালায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি মৌসম বেনজির নূরের উদ্যোগে বিজয় সম্মিলনী অনুষ্ঠান হলেও সেখানে উপস্থিত থাকছেন না তৃণমূলের মালদা (malda) জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূলের ক্ষমতাসীন জেলা কমিটির সিংহভাগ সদস্যরা।
চলতি মাসের ২ নভেম্বর মালদা কলেজ মাঠে জেলা তৃণমূলের উদ্যোগে শারদ সম্মান অনুষ্ঠান হলেও সেখানে দেখা যায়নি মৌসম বেনজির নূর (Mausam Noor) ও কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ বেশকিছু নেতৃত্বকে।একদিকে রয়েছেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও রাজ্যের বর্তমান মন্ত্রি সাবিনা ইয়াসিন। অন্যদিকে রয়েছেন রাজ্যর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও মৌসম নুর। বিজয় সম্মিলনী অনুষ্ঠান অন্যদিকে কিছুদিন আগে হওয়া শারদ সম্মান অনুষ্ঠানকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই পরিস্থিতিতে সামনের সপ্তাহেই পাল্টা বিজয়া সম্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে আব্দুর রহিম বক্সির গোষ্ঠী মালদা থানা এলাকায়। আর এই অনুষ্ঠানকে ঘিরে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও আব্দুর রহিম বক্সি।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ''আমারও মৌসুম নূর এর উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। পোষ্টার দিয়ে আমরা সবাইকে ডেকেছি। কে আসবে না আসবে তাদের ব্যাপার।'' জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি মৌসুম নূর জানান, ''এর আগের অনুষ্ঠানে আমাকে সম্মান দিয়ে ডাকা হয়নি। সেই কারণে শারদ সম্মান অনুষ্ঠানে আমরা যাইনি।''
জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, ''কে কোথায় বিজয়া সম্মেলন করল আমার জানা নেই। আগামী সাত দিনের মধ্যে রাজ্য নেতৃত্বে নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলন অনুষ্ঠান করছি। এই ধরনের ঘটনা রাজ্য নেতৃত্বকে জানানো হবে।''
এদিকে, প্রকাশ্যে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। তিনি বলেন, দিন যাচ্ছে তত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বাড়ছে। এই গোষ্ঠীদ্বন্দ্বে দলটি শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: গাজলডোবা ফুলবাড়ি তিস্তা ক্যানেলে তলিয়ে গেল চারচাকা, গাড়ির কাচ ভেঙে বেরোলেন ৪ যাত্রী