নয়াদিল্লি: তিহাড়েই নিজের জন্মদিন পালন করবেন জেলবন্দি পি চিদম্বরম। সোমবার, ৭৪ বছর সম্পূর্ণ করছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আইএনএক্স মিডিয়া মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। বহু চেষ্টা করেও, নিজের জেলযাত্রা আটকাতে পারেননি চিদম্বরম। ফলত, এখন জেলে বসেই জন্মদিন পালন করতে হবে তাঁকে।
১৯৪৫ সালে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কনাড়ুকথনে জন্ম নেওয়া চিদম্বরম আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন। মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। আগামী ২৩ তারিখ তাঁর জামিনের আবেদন শুনবে দিল্লি হাইকোর্ট।
গত ৫ তারিখ আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তার আগে, নাটকীয় ঘটনাপ্রবাহের পর গত ২১ অগাস্ট চিদম্বরমকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে সিবিআই। গত পরশু, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-র দায়ের করা আইএনএক্স মিডিয়া আর্থিক তছরুপের একটি মামলায় চিদম্বরমের আত্মসমর্পণের আবেদন খারিজ করে দিল্লির একটি আদালত।
এই মামলায় ২০১৭ সালের মে মাসে মামলা দায়ের করে সিবিআই। চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বেআইনিভাবে আইএনএক্স মিডিয়া গ্রুপকে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড (এফআইপিবি)-র অনুমোদন পাইয়ে দিয়েছিলেন তিনি। এর ফলে, প্রায় ৩০৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পায় আইএনএক্স। সিবিআই-এর পাশাপাশি, এই মামলায় পৃথক অভিযোগ দায়ের করে ইডি-ও।
তিহাড় জেলেই নিজের জন্মদিন পালন করবেন পি চিদম্বরম
Web Desk, ABP Ananda
Updated at:
15 Sep 2019 05:03 PM (IST)
১৯৪৫ সালে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কনাড়ুকথনে জন্ম নেওয়া চিদম্বরম আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -