নয়া দিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রতিক্রিয়া জানিয়েছেন। ভান্স বলেন, তিনি আশা করেন যে ভারত পাকিস্তানকে এমনভাবে জবাব দেবে যাতে "বৃহত্তর আঞ্চলিক সংঘাত" এড়ানো যায় এবং একই সঙ্গে পাকিস্তানকে এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে ভারতের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বাইয়ার’ অনুষ্ঠানে গিয়েছিলেন ভ্যান্স। সম্প্রতি তিনি সপরিবার ভারত এসেছিলেন। তিনি বলেন, 'আমাদের বিশ্বাস, ভারত এমনভাবে এই জঙ্গি হামলার জবাব দেবে যাতে, এই বৃহত্তর অঞ্চলে বড় কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়। ওই সাক্ষাৎকারেই নি বপ্লেন পাকিস্তান যতটা দায়ী, ততটা তারা ভারতের সঙ্গে সহযোগিতা করবে যাতে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীদের খুঁজে বের করা যায় এবং তাদের মোকাবিলা করা যায়"।

ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার মার্কিন বিদেশসচিবের ফোন পেয়েছিলেন পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পহেলগাঁও হামলার সঙ্গে পাক-যোগের অভিযোগ অস্বীকার করে গোটা বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানান শাহবাজ শরিফ। পাশাপাশি, বর্তমান প্রেক্ষাপটে ভারত যাতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে সেবিষয়ে চাপ সৃষ্টি করুক আমেরিকা, মার্কিন বিদেশসচিবকে ফোনে এমন অনুরোধও করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

পহেলগাঁও সন্ত্রাসে তাদের সরাসরি যোগ বেআব্রু হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে আরও কোণঠাসা হচ্ছে পাকিস্তান। ফের ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, পহেলগাঁও সন্ত্রাসের ঘটনায় সর্বোতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ওয়াশিংটন আশা করে, পাকিস্তানি জঙ্গিদের খুঁজে বের করতে ভারতকে সহযোগিতা করবে ইসলামাবাদ। 

পহেলগাঁও কাণ্ডের চার দিন পরে গত ২৬ এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘একটি খারাপ ঘটনা ঘটেছে।’’ কিন্তু পহেলগাঁও-পরবর্তী পর্যায়ে ভারত-পাক সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) তৈরি হওয়ার উত্তেজনা যে তাঁর কাছে অস্বাভাবিক কিছু নয়, সে কথাও স্পষ্ট করে দিয়েছিলেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘১,৫০০ বছর ধরে সীমান্তে উত্তেজনা রয়েছে। তারাই (ভারত এবং পাকিস্তান) কোনও না কোনও ভাবে বিষয়টির সমাধান করবে। আমি নিশ্চিত।’’