Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার অন্যতম অভিযুক্ত আদিল আহমেদ ঠোকার, ২০১৮ সালে গিয়েছিল পাকিস্তানে। এর ৬ বছর ফিরে আসে ভারতে। সূত্রের খবর, নিজের সঙ্গে আদিল এই সময় নিয়ে আসে তিন থেকে চারজন জঙ্গির। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকার গুরে গ্রামের বাসিন্দা এই আদিল। পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় যে জঙ্গি হামলা হয়েছে সেই নাশকতার পিছনে অন্যতম মাথা ছিল এই আদিল। 

জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তান যাত্রা 

২০১৮ সালে বাড়ি ছেড়ে 'স্টুডেন্ট ভিসা' নিয়ে পাকিস্তানে যায় আদিল। গোয়েন্দা সূত্রে খবর, বাড়ি ছেড়ে পাকিস্তান যাওয়ার আগেই উগ্রপন্থার লক্ষণ দেখিয়েছিল সে। সীমানার ওপার থেকে কাজকর্ম চালায় এমন নিষিদ্ধ হয়ে যাওয়া জঙ্গি সংগঠনের অনেকের সঙ্গে যোগাযোগ ছিল আদিলের, পাকিস্তান যাওয়ার আগে থেকেই। পাকিস্তানে যাওয়ার পর থেকে আদিল যেন উধাও হয়ে গিয়েছিল। আর জনসমক্ষে দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে সে। শেষ ৮ মাসে আদিলের উপস্থিতির কোনও চিহ্নই পাওয়া যায়নি। ডিজিটাল মাধ্যম থেকে আদিলের বাড়ি, সবেতেই কড়া নজর ছিল গোয়েন্দা আধিকারিকদের। তবে বিশেষ সাফল্য পাওয়া যায়নি। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হ্যান্ডলারদের দ্বারা প্রভাবিত হয়েছিল আদিল। পাকিস্তানে গিয়ে কার্যত যেসময়টা গায়েব ছিল সে, তখন চলছিল আদিলের প্রশিক্ষণ। আদর্শগত এবং প্যারামিলিটারি অর্থাৎ আধা সেনা- এই দু'ধরনের প্রশিক্ষণ নিচ্ছিল আদিল।