স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা দেখা করেন গত সপ্তাহে, করোনা পজিটিভ হয়েছেন, ইমরানের টেস্ট হবে? সেলফ আইসোলেশনে যেতে বলবেন ডাক্তার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2020 07:15 PM (IST)
পাকিস্তানেও করোনাভাইরাস সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। মঙ্গলনবার পর্যন্ত মোট নিশ্চিত সংক্রমিতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, আরও ১৬ জনকে ধরে মোট মারা গিয়েছেন ১৯২ জন।
ইসলামাবাদ: এবার কি ইমরান খানকেও করোনাভাইরাস সংক্রমণ টেস্ট করাতে হবে? গত সপ্তাহে পাকিস্তানের নামি স্বেচ্ছাসেবী সংস্থা এধি ফাউন্ডেশনের কর্তা ফয়সল এধি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। পরে জানা যায়, ফয়সল কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। এরপরই পাক প্রধানমন্ত্রীর ব্য়ক্তিগত চিকিত্সক ও শওকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সিইও ফয়সল সুলতান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ইমরানের সঙ্গে দেখা করে পরীক্ষা করাতে বলবেন। তিনি বলেন, আমরা চালু সব প্রটোকল মেনে সেইমতো পদক্ষেপ সুপারিশ করব। সেই প্রটোকল অনুসারে করোনাভাইরাস পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে কেউ এলেই সেলফ আইসোলেশনে যেতে হবে। পাকিস্তানের প্রয়াত সমাজসেবী আবদুল সাত্তার এধির ছেলে ফয়সল। পাকিস্তানেও করোনাভাইরাস সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। মঙ্গলনবার পর্যন্ত মোট নিশ্চিত সংক্রমিতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, আরও ১৬ জনকে ধরে মোট মারা গিয়েছেন ১৯২ জন। এই প্রেক্ষাপটে পাকিস্তানি প্রধানমন্ত্রী নিজের নির্ধারিত রুটিন মেনেই চলছেন, মন্ত্রিসভার বৈঠকেও পৌরহিত্য করছেন। ইমরান ডাক্তারের পরামর্শ মেনে কোয়ারেন্টিনে গেলে সরকার কে চালাবেন, পরিষ্কার নয়। এর আগে ফয়সলের ছেলে সাদ মিডিয়াকে জানান, তাঁর বাবার মধ্যে ১৫ এপ্রিল ইসলামাবাদে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ দেখা যায়। সাদ বলেন, বাইরে ফুটে বেরনোর আগে চারদিন ছিল লক্ষণগুলি। প্রধানমন্ত্রীর করোনাভাইরাস ত্রাণ তহবিলে ১ কোটি টাকার চেক তুলে দিতে ইমরানের সঙ্গে দেখা করেছিলেন ফয়সল । তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি, তিনি নিজেই আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সাদ।