নয়াদিল্লি : জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে বারবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে পাকিস্তানের। তাতেও অবশ্য পাকিস্তান আছে পাকিস্তানেই। নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে এখনও জঙ্গি মদত দিয়ে যায় তারা। সাম্প্রতিক সময়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতিই তার প্রমাণ। ভারতের প্রত্যাঘাত-চাপে অবশ্য শেষমেশ সংঘর্ষবিরতিতে আসতে বাধ্য হয়েছে পাকিস্তান। এই আবহে পাকিস্তানের সামরিক বাহিনী কার্যত স্বীকার করে নিল, ২০১৯ সালে পুলওয়ামায় ৪০ জন ভারতীয় আধাসামরিক জওয়ানের মৃত্যুর ঘটনায় তাদের ভূমিকা ছিল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলেন, "পুলওয়ামায় আমাদের কৌশলগত দক্ষতা দিয়ে আমরা তাদের বলার চেষ্টা করেছি...।" এর মাধ্যমে, ঔরঙ্গজেব যে কেবল পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের ভূমিকা ছিল সে কথাই স্বীকার করে নিলেন না, এর পাশাপাশি ২২ এপ্রিলের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায়ও যে তারা নিরীহ থাকার ঢং করছিল, সেই সত্যও সামনে চলে এল। প্রসঙ্গত, পাকিস্তান বায়ুসেনার জনসংযোগের ডিরেক্টর জেনারেল ঔরঙ্গজেব। 

পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় সোনালি মুহূর্ত কাটাচ্ছিলেন পর্যটকরা। অতর্কিতে জঙ্গিরা হামলা চালায়। বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের গুলি করে খুন করে। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করার জন্য এভাবে হামলা চালানো হয়েছে, বলে মন্তব্য করেন ওয়াকিবহাল মহল। সেই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়ছিল। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। বিভিন্ন নিরাপত্তাবাহিনীর সঙ্গে বৈঠক করে তাদের পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণাঙ্গ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর 'অপারেশন সিঁদুর।' গভীর রাতে ভারতের নিরাপত্তাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়।  

ফের শয়তানি বুদ্ধি মাথাচাড়া দেয় পাকিস্তানের। ভারত শুধুমাত্র জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই প্রত্যাঘাতের কথা বললেও, পাক-সেনা রাতের অন্ধকারে ভারতে একের পর এক ড্রোন পাঠাতে শুরু করে। বিভিন্ন সামরিক ঘাঁটিকে টার্গেট করার চেষ্টা করে। এর পাশাপাশি নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়ে, শেলও নিক্ষেপ করে। যেসব হামলা ব্যর্থ করে দেয় ভারতের নিরাপত্তাবাহিনী। একের পর এক ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়ে আনা হয়। এর পাশাপাশি পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে পাল্টা প্রত্যাঘাতে নামে ভারত। তাতে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর গতকাল দুই দেশের তরফে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করা হয়েছে। তারপরেও অবশ্য পাকিস্তান তা লঙ্ঘন করেছে। যার জবাবও মিলেছে তাদের। 

বিস্তারিত আসছে...