সত্যজিৎ বৈদ্য এবং ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে পণ্যবাহী জাহাজের আসা আগেই শুরু হয়েছে। আর এবার, পাকিস্তানের সঙ্গে সরকারি বিমান পরিষেবা চালু করতে চলেছে ইউনূস সরকার। শনিবার একথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার।
একদিকে, সন্ন্যাসী বিনা বিচারে জেলে বন্দি। ভারতের বিরুদ্ধে বিষোদগার চলছে। আর পাকিস্তানের সঙ্গে সখ্য় বাড়াতে তৎপর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের সঙ্গে সরকারি বিমান পরিষেবা চালু করতে চলেছে তারা। শনিবার একথা জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইকবাল হোসেন।
বাংলাদেশের অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ছে। অগাস্টে মহম্মদ ইউনূস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। তারপর, চট্টগ্রাম বন্দরে নোঙর করে এমভি ইউয়ান জিয়াং ফা ঝং।
এরপরই এক্স হ্যান্ডলে আওয়ামী লিগের তরফে বলা হয়, এতে পাকিস্তান থেকে বিস্ফোরক আনা হয়েছে। গত সপ্তাহেই বাংলাদেশে এসেছেন আইএসআই-এর আধিকারিক এবং মেজর জেনারেল শাহিদ আমির। তার আগে, পাকিস্তান সফরে গিয়ে সে দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনার আধিকারিকরা।
এসবের মধ্যেই পাকিস্তানের সঙ্গে নৌ-মহড়ায় অংশ নিতে চলেছে বাংলাদেশের নৌবাহিনীও। তার আগে, আগামী বুধ এবং বৃহস্পতিবার মহেশখালী-হাতিয়ার মধ্যবর্তী এলাকায় মিসাইল পরীক্ষা করবে তারা।
শেখ হাসিনার উপরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। ২০২৪-এর জানুয়ারিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর করা হয় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে বাংলাদেশের অ্যান্টি কোরাপশন কমিশন বা ACC।
সূত্রের দাবি, সায়মা ওয়াজেদকে WHO থেকে অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে তারা। সায়মাকে অপসারণ করতে স্বাস্থ্য ও বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুল ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। হাসিনা সরকারের আমলে তাঁকে বাংলাদেশে অটিজম এবং নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার–বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য হয়েছিলেন পুতুল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে