নয়াদিল্লি: জঙ্গি-ঘাঁটি গুঁড়িয়ে দিতে পাক-অধিকৃত কাশ্মীরে ফের ‘অভিযান চালানোর অধিকার’ আছে ভারতের। ভারতের নয়া সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে জানাল পাকিস্তান।
মঙ্গলবার, দেশের সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরই, জেনারেল নারাভানে জানান, সন্ত্রাসের উৎসস্থলে আগাম অভিযান চালানোর অধিকার রয়েছে ভারতের। এটাই এখন নীতি, যা অতীতে সফলভাবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, 'পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন লঞ্চপ্যাডে সন্ত্রাসবাদীরা সীমান্ত পেরোবার অপেক্ষায় আছে, কিন্তু তাদের মোকাবিলা করতে আমরাও তৈরি।'
নারাভানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে পাকিস্তান। বৃহস্পতিবার, পাক বিদেশ দফতরের তরফে বলা হয়, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে আগাম অভিযান চালানোর কথা বলে যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান, তা সম্পূর্ণরূপে নস্যাৎ করছে পাকিস্তান। ইসলামাবাদ আরও জানিয়েছে, পাকিস্তান বা পাক-অধিকৃত কাশ্মীরের ভেতরে ভারতের যে কোনও আগ্রাসনকে জবাব দিতে পাকিস্তান যে বদ্ধপরিকর ও প্রস্তুত, তা নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। বালাকোটে ভারতকে যে জবাব দিয়েছে পাকিস্তান, তা কারও ভোলা উচিত নয়।
২০১৬ সালে জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর, পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। এরপর গত ফেব্রুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ সিআরপি জওয়ান প্রাণ হারান। এক্ষেত্রেও, পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার-স্ট্রাইক চালায় বায়ুসেনা।  এই দুই ঘটনার জেরে দুই পরমাণু-শক্তিধর রাষ্ট্রের মধ্যে চাপানউতর বেড়ে যায়।