নয়াদিল্লি: পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসবাদের ‘ভরকেন্দ্র’ তকমা দিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। ভারতের পড়শী দেশ শুধু তার একার সমস্যা নয়, এখন ‘গোটা দুনিয়ার কাছেই একটা চ্যালেঞ্জ’ বলে অভিমত জানিয়েছেন তিনি। বলেছেন, বিশ্বের সামনে সমস্যা হয়ে ওঠা সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে বোঝানোর জন্য গণতান্ত্রিক দুনিয়ার একযোগে এগিয়ে আসা উচিত। ভারত, পাকিস্তান সম্পর্ক ও দুদেশের মধ্যে আলাপ-আলোচনার সুযোগ, সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মাধব বলেন, গত সাত দশকে এই সম্পর্কে ওঠাপড়া দেখা গিয়েছে। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে ভারত অবশ্যই খুশি হবে, কিন্তু সবার আগে পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে চালানো সন্ত্রাসবাদের বড় বিপদের মোকাবিলা করতে হবে। ভারত-মার্কিন কৌশলগত অংশিদারিত্ব ফোরাম আয়োজিত এক সম্মেলনের ভাষণে মাধব বলেন, আজ আমরা এমন এক পর্বের মধ্যে রয়েছি যেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে শুধুমাত্র ভারতই কঠিন সমস্যা বলে দেখে না, বিশ্বের অনেক দেশই পাকিস্তানের ঘটনাবলীকে পাকিস্তানে সন্ত্রাসের পরিকাঠামো প্রসঙ্গে আলোচনার সময় উদ্বেগের বিষয় বলে মনে করে। তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন নানা দেশ ভারতকে পাকিস্তানের সঙ্গে আলোচনার পরামর্শ দিত, কিন্তু এখন আর কেউ তা করে না, কেননা পাকিস্তান বিশ্ব সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠেছে। পাকিস্তান শুধু ভারতের সামনে সমস্যা নয়, গোটা দুনিয়ার কাছে চ্যালেঞ্জ। পাকিস্তানের সন্ত্রাসের পরিকাঠামো বিশ্ব সন্ত্রাসবাদের ভরকেন্দ্র। সন্ত্রাসবাদের মতো কিছু নির্দিষ্ট ইস্যুতে পুরো গণতান্ত্রিক বিশ্বকে পাকিস্তানকে সক্রিয় হতে বোঝানোর জন্য একজোট হতে হবে। মাধব বিজেপির জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ও দেখেন। তিনি বলেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর কাশ্মীর প্রসঙ্গে যে আচরণ করেছে, তাতে বিশ্ব সম্প্রদায়ের সামনে পাকিস্তান পুরোপুরি একঘরে হয়ে পড়েছে। পাশাপাশি এক দলীয় অনুষ্ঠানেও মাধব বলেন, জেলে বসে কিছু নেতা জনগণকে অস্ত্র হাতে তুলে আত্মবলিদান করার ডাক দিচ্ছেন। জম্মু ও কাশ্মীরের মানুষেরই এ ধরনের নেতাদের আগে সামনে এসে নিজেদের বলিদান করতে বলা উচিত।