রাঁচি: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন উমেশ যাদবের বাউন্সারে মাথায় চোট পেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। তিনি সেই সময় ১৬ রানে ব্যাট করছিলেন। উমেশের একটি বল থেকে চোখ সরিয়ে নেন তিনি। বলটি তাঁর হেলমেটের পিছন দিকে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই ব্যাটসম্যান। ছুটে যান ভারতীয় ক্রিকেটাররা। এরপরেই মাঠ ছাড়েন এলগার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর ক্রিকেটারদের চোট-আঘাত সংক্রান্ত নিয়মে বদল এনেছে আইসিসি। এখন কোনও ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছাড়লে তাঁর বদলে অন্য কাউকে দলে নেওয়া যায়। এলগারের পরিবর্ত হিসেবে ডি ব্রুইন ব্যাট করতে নামেন এবং দিনের খেলার শেষে ৩০ রান করে অপরাজিত রয়েছেন।
উমেশের বাউন্সারে মাথায় চোট, হাসপাতালে এলগার
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2019 06:33 PM (IST)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর ক্রিকেটারদের চোট-আঘাত সংক্রান্ত নিয়মে বদল এনেছে আইসিসি। এখন কোনও ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছাড়লে তাঁর বদলে অন্য কাউকে দলে নেওয়া যায়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -