নয়া দিল্লি: পাকিস্তানের (Pakistan) পেশোয়ারে (Peshwar) মসজিদে (Mosque) ভয়াবহ বোমা বিস্ফোরণে (Bomb Blast) বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫৬ জনের বেশি, এমনটাই খবর সংবাদসংস্থা এএফপি সূত্রে। শুক্রবার মসজিদে নমাজ চলাকালীন এই ঘটনা ঘটে।                                      


জানা গিয়েছে, শওয়ারের কোচা রইলদারের কিসা খাওয়ানি বাজারের ঘটনাটি ঘটে। পাকিস্তানের উত্তরপশ্চিমের শহর পেশোয়ারের ঘটনা। বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জখমদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এমনকী তাঁরা নিজেদের মোটর বাইক ও গাড়িতে করেও জখমদের হাসপাতালে পৌঁছে দেন।                         


 


বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকা ঘিরে দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পাশাপাশি নমুন সংগ্রহের কাজ শুরু করে দেয়। এমনই খবর জিও নিউজ সূত্রের। এদিকে জখমদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এমনই জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র।                                                                                  






ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পাশাপাশি জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রশাসনের কাছে রিপোর্ট তলবও করেছেন। পেশওয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খানও ঘটনার নিন্দা করেছেন।