লিখেছেন, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পাকিস্তানের থেকে মৃত্যুহার যেমন কম, তেমনই তরুণরা সংখ্য়ায় বেশি, মাথাপিছু জিডিপি বেশি হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে অধিক মৃত্যু হয়েছে। সঠিকভাবে বিষয়টা বুঝতে গেলে আমাদের জানা উচিত, কোথায় উত্তরপ্রদেশ ঠিক, মহারাষ্ট্র কোথায় ভুল।
ফাওয়াদের দেখানো গ্রাফে পাকিস্তানের জনসংখ্যা ২০.৮ কোটি, উত্তরপ্রদেশের ২২.৫ কোটি। জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পাকিস্তানের তুলনায় কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা উত্তরপ্রদেশে কম। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ কঠোর ভাবে লকডাউন কার্যকর করেছে, আমরা করিনি।
মেসেজ দ্যাট ম্যাটার নামে একটি বিস্তারিত নিবন্ধ লেখার পরদিনই এই ট্যুইট করেন তিনি। সেই নিবন্ধে তিনি আলোচনা করেন, কীভাবে ইমরান খানের সরকার করোনাভাইরাস অতিমারী সামলাতে গিয়ে হাবুডুবু খাচ্ছে, আর সঙ্কট মোকাবিলায় কী-ই বা করা উচিত তাদের।
পাকিস্তানে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত এক লাখ ছাড়িয়েছে, ৩৪৩৫৫জন সুস্থ হয়েছে,মারা গিয়েছে ২ হাজারের বেশি।