নয়াদিল্লি: ভারতে দীপাবলির উৎসবে যোগ দিলেন পাকিস্তানের প্রাক্তন সাংসদ। হরিয়ানায় ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (INLD) অনুষ্ঠানে দেখা গেল পাকিস্তানের সাংসদ আব্দুল রহমান কঞ্জুকে। INLD নেতা অভয় চৌটালার বাড়িতে পৌঁছন আব্দুল। দলের দুই বিধায়কের জন্য সেখানে যে সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন হয়, তাতেও যোগ দেন তিনি। অংশ নেন দীপাবলির অনুষ্ঠানেও। আব্দুল পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীও। (Pak MP in Haryana)


স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, INLD-র সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হরিয়ানার সিরসা জেলায়, চৌটালা গ্রামে বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন হয়। অভয়ের ছেলে অর্জুন চৌটালা এবং আদিত্য দেবীলাল বিধানসভা নির্বাচনে সম্প্রতি রানিয়া এবং ডাবওয়ালি থেকে বিজয়ী হন। তাঁদের জন্যই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অর্জুন এবং আদিত্যও সেখানে উপস্থিত ছিলেন। (Pakistani MP Celebrating Diwali)


সোশ্যাল মিডিয়া একটি ভিডিও সামনে এসেছে অনুষ্ঠানস্থল থেকে, যাতে অভয়কে বলতে শোনা যায়, "আমাদের প্রিয় আদিত্য এবং অর্জুনকে স্বাগত জানাতে পূর্বপুরুষের মাটি, চৌটালা গ্রামে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য গ্রামবাসীদের ধন্যবাদ জানাই। আমাদের পরিবারের সদস্য এবং অনুষ্ঠানের প্রধান অতিথি, MP আব্দুল রহমান সাহেব, যিনি পাকিস্তান থেকে এসেছেন, সকলকে স্বাগত জানানোর জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই সকলকে। ওঁর উপস্থিতি আজকের দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।"



সেখানে বক্তৃতা করেন আব্দুলও। তিনি জানান, দীপাবলিতে ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারা তাঁর সৌভাগ্য। পাকিস্তানের লোধরানের বাসিন্দা আব্দুল। তিনি আদিত্য এবং অর্জুনকে অভিনন্দনও জানান। অভয়ের উদ্দেশে বলেন, "সীমান্তের এপার-ওপার হলেও, অভয় এবং ওপি চৌটালা বিপদে আপদে সবসময় পাশে থেকেছেন। অভয় হরিয়ানার বাঘ। ইউটিউবে হরিয়ানা বিধানসভার অধিবেশন দেখছিলাম। দেখলাম, জোরগলায় মানুষের সমস্যার কথা তুলে ধরছে ও।"


দীপাবলির অনুষ্ঠানে যোগ দিয়ে আব্দুল বলেন, "দীপাবলি আলোর উৎসব। অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। আল্লাহ্ আমাদের দুই দেশের মানুষকে সুখী করুন। " ওম প্রকাশ জানান, বরাবরই দুই দেশের সুসম্পর্কের পক্ষে সওয়াল করে এসেছেন আব্দুল। এবার হরিয়ানায় বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করে INLD. একসময় বিজেপি-র জোটসঙ্গী ছিল তারা।