কলকাতা: আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। আজই সংযুক্তিকরণের শেষদিন ছিল। সেই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হল। কেন্দ্র জানিয়েছে, করোনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ, বুধবার, আয়কর দফতরের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল । ৩১ মার্চ থেকে পিছিয়ে ৩০ জুন পর্যন্ত করা হল। কোভিড-১৯ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়কর আইন ১৯৬১ অনুযায়ী ১৪৮ ধারা মেনে এই নোটিশ জারি করা হয়েছে। ডিসপুট রেজলিউশন প্য়ানেল এবং ল্যাবি স্টেচমেন্টের সময়সীমা বাড়ানো হল ৩০ এপ্রিল পর্যন্ত।
৩১ মার্চের মধ্যে আধার এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ না করলে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে বলে জানা যায়। সর্বশেষ আর্থিক বিলে এই কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, বলা হয় নির্ধারিত দিনের মধ্যে দুটো কার্ড সংযুক্তিকরণ না করলে ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। ২০১৯ সাল থেকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক হয়েছে আধার এবং প্যান কার্ড লিঙ্ক। উল্লেখ্য, চলতি মাসে সংসদে আর্থিক বিল ২০২১ পাশ হয়েছে। সেখানে বলা হয়েছে ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আধার নম্বর যোগ করতে হবে প্যান কার্ডের সঙ্গে। তা না হলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। শেষমেশ নির্ধারিত দিন বদল করল কেন্দ্র। উল্লেখ্য, আধার কার্ড দিয়ে থাকে UIDAI, প্যান কার্ডের নম্বর দিয়ে থাকে আয়কর দফতর। তথ্য অনুযায়ী, ১২০ কোটি মানুষের আধার নম্বর আছে। ৪১ কোটি দেশবাসীর আছে প্যান কার্ড নম্বর। ২২ কোটি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা হয়েছে।
তবে ৩০ জুনের আগে কীভাবে দুটি কার্ড সংযুক্তিকরণ করবেন?
আয়কর জমা দেওয়ার ঠিকানা incometaxindiaefiling.gov.in যেতে হবে।
এই ঠিকানায় গিয়ে পোর্টালের বাঁ দিকে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
এবার প্যান এবং আধার নম্বর দিতে হবে। ক্যাপচা লিখে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
ভেরিফেকশন হয়ে গেলে প্যান আধারের লিঙ্ক স্ট্যাটাস দেখা যাবে।
এসএমএস-এ প্যান এবং আধার লিঙ্ক করতে চাইলে UIDPAN লিখে ১২ ডিজিটের আধার নম্বর এবং ১০ ডিজিটের প্যান নম্বর লিখতে হবে। এরপর তা পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে।
প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতি অবলম্বন করা যাবে। www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus এই ঠিকানায় গিয়ে আধার এবং প্যান কার্ড লিখতে হবে। আধারের লিঙ্ক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে আসবে স্ট্যাটাস।