নয়াদিল্লি: প্যানের বিকল্প হিসাবে আধার কার্ড চলবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যাঁদের প্যান হয়নি, তাঁরা আধারের উল্লেখ করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন বলে ২০১৯ এর সাধারণ বাজেট পেশ করে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, গিফট সিটিতে বিনিয়োগে ভর্তুকি হিসাবে সরকার একগুচ্ছ কর সংক্রান্ত সুবিধা, ছাড়ের প্রস্তাবও রেখেছে। নির্মলা জানান, শুধু আয়কর রিটার্ন ফাইল নয়, যেখানে যেখানে প্যান দরকার হয়, সেখানেও প্যান না থাকলে আধারে কাজ হয়ে যাবে। তিনি বলেছেন, ১২০ কোটির বেশি ভারতবাসীর এখন আধার আছে। তাই করদাতাদের যাতে সুবিধা হয়, সহজে তাঁরা কাজ করতে পারেন, সেজন্য প্রস্তাব দিচ্ছি, প্যান ও আধারকে পরস্পরের বদলি হিসাবে ধরা হোক যাতে, প্যান না থাকলেও শুধু আধার নম্বর উল্লেখ করেই আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। যেখানে প্যান লাগে, সেখানেও আধারেই কাজ হয়ে যায়। নির্মলার বাজেটে এও বলা হয়েছে, যিনি ইতিমধ্যেই আধার ও প্যানের সংযুক্তি করেছেন, তিনি আয়কর আইনে প্যানের পরিবর্তে আধার ব্যবহার করতে পারবেন। বাজেট প্রস্তাবে আধার কার্ডধারীদের সহজে প্যান কার্ড পাওয়ার প্রসঙ্গ তুলেছেন নির্মলা। বলেছেন, আয়কর দপ্তর ইউএডিএআই কর্তৃপক্ষের কাছ থেকে লিঙ্ক করা ডেমোগ্র্যাফিক তথ্য পাওয়ার পর আধার কার্ডের ভিত্তিতেই প্যান নেই, এমন যে কেউ তা জোগাড় করতে পারবেন। নিয়ম মতো কর প্রদান বাড়াতে কয়েকটি বেশি টাকার লেনদেনে প্যান বা আধারের উল্লেখ বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান তিনি। যাঁরা আধার, প্যান সংযুক্তি করেননি, তাঁদের জরিমানা সংক্রান্ত ধারা সংশোধনের প্রস্তাবও রয়েছে বাজেটে। নির্মলা বলেছেন, কেউ আধার নম্বর না উল্লেখ করলে আধার, প্যান যুক্ত করার দিন পেরিয়ে যাওয়ার পর পদ্ধতি মেনে তার প্যান নিষ্ক্রিয় করে দেওয়া হবে।