সুনীত হালদার, হাওড়া: হাওড়া স্টেশনে পূর্ব রেলের ইয়ার্ডের কাছে ফলকনুমা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। ব্যাহত দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল। সকাল সাড়ে ৮টা নাগাদ সেকেন্দ্রবাদগামী ফলকনুমা এক্সপ্রেস ২১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর পর রেলের ইয়ার্ডের কাছে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এর ফলে ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনকে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে চালানো হচ্ছে। পাশাপাশি, যুদ্ধকালীন তৎপরতায় প্যান্টোগ্রাফ মেরামতির কাজ চলছে।
কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়। কয়েকটি ট্রেনকে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে চালানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় প্যান্টোগ্রাফ মেরামতির কাজ চলে। আপ ও ডাউন লাইনে প্রায় একঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তারপরে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়।