কলকাতা : ফের পার্কস্ট্রিটে আগুন। এপিজে হাউসের পাঁচতলায় আগুন লাগল। ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। 


পার্কস্ট্রিটের এপিজে হাউসের পাঁচতলায় আজ আচমকা আগুন লাগতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আপাতত আটটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করছেন দমকলকর্মীরা।


ওই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক, দোকান ছাড়াও রয়েছে বিভিন্ন অফিস। আগুন লাগার সময় বিল্ডিংয়ে কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। বিল্ডিংয়ে জানালার কাঁচ ভেঙে উৎসস্থলের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। এই মুহূর্তে ঘটনাস্থানে পার্কস্ট্রিট থানার পুলিশ ও দমকল রয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু। ফিরহাদ হাকিম জানান, সুজিত বসু বিষয়টি দেখে নিচ্ছেন। আগুন ছড়াবে না। একটি মেডিক্যাল কোম্পানির অফিস ছিল। সেটা বন্ধ ছিল। কোনও ভাবে সেখানে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে নিভে যাবে।


কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, গতকালও পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পার্ক লেনের একতলায় কাপড়ের গুদামে আগুন লাগে। বন্ধ অবস্থায় ছিল এই গুদাম। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গুদামের ভিতরে রাখা জিনিসপত্র, অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন। ঘটনাস্থলে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশও।


এদিকে আজই তৃণমূল নেতা মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। তৃণমূল বিধায়কের বাড়িতে আচমকাই আগুন লাগে। একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে সকলেই বাড়ির বাইরে চলে আসেন।  বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুতের সংযোগ।  খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। বিধায়ক জানান, তাঁর নাতি ওই ঘরে পড়াশোনা করে।  আগুন ঘরের জিনিসপত্র পুড়ে গেছে। ওয়াটার পিউরিফায়ারে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।  আগুন লাগার খবর পেয়ে মদন মিত্রকে ফোন করেন দমকলমন্ত্রী সুজিত বসু।