নয়াদিল্লি : প্রায় ৩ মাস ধরে জ্বলছে মণিপুর ( Manipur Violence ) । এর মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও। এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই আজ ফের উত্তাল হতে পারে সংসদ। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধী জোট INDIA। সকাল থেকেই গাঁধী মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে বিজেপি-বিরোধী স্লোগান তুলেছে বিরোধীরা। মণিপুর ইস্যুতে সংসদে মুখ খুলুন প্রধানমন্ত্রী ( PM Narendra Modi ) , এই দাবিতে বিরোধীরা যেমন একদিকে সরব হয়েছে, অন্যদিকে তেমনই সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার বিজেপি সাংসদরা। অর্থাৎ কিনা, ‘INDIA’ বনাম বিজেপির শক্তি প্রদর্শনের লড়াই !
BJP বনাম INDIA র ধর্না
সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যু নিয়ে কী করবে বিরোধীরা, তার রণকৌশল স্থির করতে সকালে বৈঠকে বসেন বিরোধী দলের সাংসদরা। এদিন অধিবেশনের শুরুতে মণিপুরকাণ্ডের প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধী জোটের সাংসদরা। মণিপুরের দায় কবে নেবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মণিপুরের মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলেছে তৃণমূল। ট্যুইটারে রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন লিখেছেন, 'নিঃসন্দেহে ইন্ডিয়া সঠিক পথে চলছে, মণিপুরের পাশে দাঁড়াতে আমরা বেশ কিছুদিন আগেই আজকের ধর্না কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমাদের দেখে বিজেপি তড়িঘড়ি করে একই জায়গায় কর্মসূচি ঘোষণা করেছে'।
অভিষেকের তোপ
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আক্রমণের সুরে বলেন, "আমরা যে ভিজ্যুয়ালগুলি দেখেছি তা অত্যন্ত যন্ত্রণাদায়ক। ১৫০০ কোটি টাকা খরচ করে নয়া সংসদ ভবন তৈরি করেছে এই সরকার। আপনারা সাধারণ মানুষের টাকা আটকে রাখেন।... আপনি (প্রধানমন্ত্রী মোদি) সংসদে আলোচনা চান না... সরকার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। ডাবল ইঞ্জিন সরকার অযোগ্য" । সেই সঙ্গে টেনে আনেন বাংলায় আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগও।
কংগ্রেস-শাসিত রাজস্থানে নারী নির্যাতন বেড়েছে, এই অভিযোগে গাঁধী মূর্তির সামনেই পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন মরু-রাজ্যের বিজেপি সাংসদরা। বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার বিজেপি সাংসদরাও। শুধু মণিপুর নয়, বাংলায় মহিলাদের ওপর অত্যাচার নিয়েও সংসদে আলোচনা চাই, দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, 'আমরা সংসদে আলোচনার জন্য প্রস্তুত।' বিরোধীরা ক্রমাগত মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের দাবি জানিয়ে চলেছেন। তাঁর উত্তরে তিনি এই কথা জানান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন :