নয়াদিল্লি: ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে বাংলার সঙ্গে সংঘাত চলছে কেন্দ্রের। সেই আবহেই পারিশ্রমিকের নিরিখে বৈষম্যের অভিযোগও উঠল এবার।  সংসদের স্ট্যান্ডিং কমিটিই বিষয়টি তুলে ধরল। বৃহস্পতিবার সেই মর্মে লোকসভায় (Lok Sabha) রিপোর্টও পেশ করেছে তারা। তাতে বলা হয়েছে, এক এক রাজ্যে, এক এক রকমের মজুরি নির্ধারণ করা হয়েছে। ১০০ দিনের কাজে সব রাজ্যের জন্য সমান মজুরি নির্ধারিত হয়নি। বরং তারতম্য রয়েছে। (MGNREGA Wage)


মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পের (MGNREGA) আওতায় ১০০ দিনের কাজে টাকা বরাদ্দ করে কেন্দ্র। কিন্তু সব রাজ্যে মজুরি এক না হয়ে, এক এক রাজ্যে তা এক এক রকমের।  গ্রামন্নোয়ন এবং পঞ্চায়েতি রাজ বিভাগের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির নেতৃত্বে রয়েছে  দ্রাবিড় মুন্নেত্রা কাাঝগম (DMK)। দলের সাংসদ কে কানিমোঝি বিষয়টি নিয়ে সরব হন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন। ১০০ দিনের কাজে সব শ্রমিকের সমান মজুরি নির্ধারণের দাবি জানান তিনি। 


লোকসভায় জমা পড়া সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়, 'মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে। তার মধ্যেও ১০০ দিনের কাজের মজুরিতে তারতম্য রয়েছে। মজুরি বাড়ানোও হয়নি। এতে ১০০ দিনের কাজ থেকে বিমুখ হয়ে পড়বেন শ্রমিকরা। এ নিয়ে অবিলম্বে সদর্থক পদক্ষেপ করুক কেন্দ্র'। এর আগেও ১০০ দিনের কাজের মজুরিতে তারতম্যের অভিযোগ ওঠে। সেবারও লোকসভায় রিপোর্ট পেশ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। 


আরও পড়ুন: GST on Hostel: ১২ শতাংশ GST বাধ্যতামূলক, হস্টেল, PG-তে থাকার খরচ বাড়ছে


সংসদীয় স্ট্যান্ডিং কমিটি জানিয়েছে, বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি ২০৪ থেকে ৩৩১ টাকার মধ্যে ঘোরাফেরা করে। ২০২৩-'২৪ অর্থবর্ষে  কেন্দ্র যে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র, সেই অনুযায়ী, ১০০ দিনের কাজে সবচেয়ে কম মজুরি পায় মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়। মাথা পিছু ২২১ টাকা বরাদ্দ ওই দুই রাজ্যে। মাথাপিছু সবচেয়ে বেশি মজুরি হরিয়ানায়, ৩৫৭ টাকা। ভারতের অন্নদাতা বলে গন্য হওয়া পঞ্জাবে আবার মাথাপিছু ৩০৩ টাকা মজুরি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সেই নিয়ে চিঠিও দেন কেন্দ্রকে।


১০০ দিনের কাজের মজুরিতে এই তারতম্যের কথা মেনে নিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। যদিও তিনি যুক্তি দেন যে, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখেই মজুরি নির্ধারিত হয় ১০০ দিনের কাজে। কিন্তু এক এক রাজ্যের পরিস্থিতি এক এক রকমের। রাজ্য সরকার চাইলে, কেন্দ্রের নির্ধারিত বরাদ্দের চেয়ে বেশি মজুরি দিতে পারে। মন্ত্রীর এই জবাবে সন্তুষ্ট নয় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। 


তবে ১০০ দিনের কাজের মজুরিতে এই তারতম্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দকেও দোষারোপ করছেন অনেকে। ২০২২-'২৩ অর্থবর্ষে ১০০ দিনের কাজে যেখানে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র, ২০২৩-'২৪ অর্থবর্ষে তা কমিয়ে ৬০ হাজার কোটি করেছে কেন্দ্র। সেই নিয়েও প্রশ্ন উঠছে।