বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সংসদে (Parliament) স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের জেরে কোপে সংসদে নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ নিরাপত্তা আধিকারিক। লোকসভার সচিবালয় সাসপেন্ড করেছে ওই সাত জনকে। কর্তব্য়ে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সংসদের ওই সাত জন নিরাপত্তা আধিকারিককে।  


তৈরি তদন্ত কমিটি:
এই ঘটনার জেরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সিআরপিএফের ডিজি অনীশ দয়াল সিংহ। ধৃত ৫ জনের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) ধারায় মামলা করেছে দিল্লি পুলিশ।


সংসদে হামলার ২২ বছর পূর্তির দিনেই গতকাল লোকসভায় স্মোক ক্যান নিয়ে তাণ্ডব চালান ২ যুবক। সংসদ কক্ষের ভিতরে স্মোক ক্যান থেকে গ্যাস ছড়িয়ে দেওয়া হয়। সংসদরাই ধরে ফেলেন ওই দুজনকে। তখনই সংসদের বাইরে গ্রেফতার হন ২ জন, তাঁরা স্মোক ক্যান চালিয়ে স্নোগান দিচ্ছিলেন। সাড়ম্বরে নতুন সংসদ ভবন উদ্বোধনের ৬ মাসের মধ্যেই বেআব্রু পার্লামেন্টের নিরাপত্তা। কড়া নিরাপত্তার ফাঁক গলে সংসদের ভিতরে স্মোক ক্যান নিয়ে কীভাবে ঢুকলেন ওই ২ জন তা নিয়ে প্রশ্ন উঠেছে।


মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার সই করা পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন ২ যুবক। বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে বহিষ্কারের দাবি বিরোধীদের। ঘটনার পরে সংসদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়েও তোপ বিরোধী সাংসদদের। 


কী হয়েছিল?
এদিন অধিবেশন চলাকালীন দর্শকাসন থেকে লাফ দেয় ২ জন। লোকসভার ফ্লোরে ঢুকে আচমকা কিছু স্প্রে করে ২ সন্দেহভাজন ব্যক্তি। স্প্রের মধ্যে বারুদ জাতীয় কিছু ছিল বলে গন্ধ থেকে অনুমান সংসদের নিরাপত্তারক্ষীদের। পুলিশ সূত্রের খবর, জুতোর মধ্যে কিছু লুকনো ছিল, পুলিশ সূত্রে খবর। ফের বড়সড় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত ২ জন মাইসুরুর সাংসদের পাস নিয়ে ঢুকেছিল, একজনের নাম সাগর । সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও আরও ২।


ওই ঘটনার পরে আরও কড়া হয়েছে সংসদের নিরাপত্তা। সংসদ চত্বরের কোণায় কোণায় নিরাপত্তা আরও শক্তিশালী করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কারা এই কাণ্ডের পিছনে রয়েছে, কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তা খোঁজার চেষ্টা হয়েছে। ইতিমধ্যেই বাংলার যোগ মিলেছে। খোঁজ চলছে ললিত ঝা নামে একজনের।


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: সোনার দামে পাবেন বিশাল অঙ্কের রিটার্ন, কী এই গোল্ড বন্ড?