নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session 2021) দ্বিতীয় দিনে উত্তপ্ত আবহ। লোকসভার (Lok Sabha) অধিবেশন মুলতুবি ও রাজ্যসভা (Rajya Sabha) থেকে ওয়াকআউটের পর কংগ্রেস (Congress)-সহ বিরোধী (Opposition) সাংসদরা সংসদ ভবন চত্বরে গাঁধী (Mahatma Gandhi) মূর্তির সামনে জড়ো হয়ে সাসপেনশন (Suspension) নির্দেশের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। সে সময় সেখানে ছিলেন তৃণমূল (TMC) সাংসদ মৌসম বেনজির নূর, নাদিমুল হক ও জহর সরকার। পরে তাঁদের সঙ্গে যোগ দেন তৃণমূলের সাসপেন্ডেড দুই সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী।


তৃণমূলের তরফে জানানো হয়েছে, সাসপেন্ডেড ১২ সাংসদ গাঁধী মূর্তির সামনে সোম থেকে শুক্র ধর্না বিক্ষোভ করবেন।  সোম থেকে শুক্র, সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ। সাসপেনসনের বিষয়ে বিবেচনা করার জন্য রাজ্যসভারচেয়ারম্যানকে চিঠি দেবেন মল্লিকার্জুন খাড়গে। 


রাজ্যসভার বিরোধী দলের ১২ সাংসদকে সাসপেন্ড করার পর আজ শুরু থেকেই উত্তপ্ত সংসদের দুই কক্ষের অধিবেশন। রাজ্যসভায় কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, সংসদে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না। যদিও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু বলেন, ১১ অগাস্ট কী হয়েছে তা গোটা দেশ দেখেছে।  তাঁর দায়িত্ব সংসদ চালানো।  


বিরোধীদের দাবি সত্ত্বেও ১২ সাংসদকে সাসপেন্ড করার নির্দেশ প্রত্যাহারে রাজি হয়নি সরকারপক্ষ।  এ নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু হয়।  এরই মধ্যে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।  রাজ্যসভা থেকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা ওয়াকআউট করলেও বসে ছিলেন তৃণমূলের সাংসদরা।  কংগ্রেসের ওয়াকআউটের ১০ মিনিট পর তৃণমূল সাংসদরা রাজ্যসভা ছাড়েন।


বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে গতকাল গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় রাজ্যসভার ১২ জন সাংসদকে। সূত্রের খবর, আজ সাসপেন্ড হওয়া ১২ জন সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করতে পারেন। আজ বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠকের কথা রাজ্যসভার চেয়ারম্যানের।  সেই বৈঠকে উপস্থিত হতে পারেন সাসপেন্ডেড ১২ জন সাংসদ।  


আরও পড়ুন- বাদল অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির জন্য শীতকালীন অধিবেশনে সাসপেন্ড রাজ্যসভার ১২ জন সাংসদ