নয়াদিল্লি: করোনা অতিমারীর কারণে এবার সংসদের শীতকালীন অধিবেশন বসছে না। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেছেন, করোনা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে সব কটি দল এবারের অধিবেশন বন্ধ রাখার ব্যাপারে একমত হয়েছে। ফলে এখন আর অধিবেশন হবে না, একেবারে জানুয়ারিতে বসবে বাজেট অধিবেশন। লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী কৃষি আইন নিয়ে অধিবেশনে আলোচনা চেয়েছিলেন। তার জবাবে চিঠি লিখে প্রহ্লাদ জোশী জানিয়েছেন এ কথা।



তিনি বলেছেন, সবকটি দলের নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সবাই সহমত, করোনার মধ্যে শীতকালীন অধিবেশনের দরকার নেই।