সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিকের মামলাতেও শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। এই নিয়ে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবু এখনই জেলমুক্তি হচ্ছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে আইনজীবীদের। আজ প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা করতে হবে, নির্দেশ আদালতের।
এছাড়া আদালতের নির্দেশ তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না, আদালতে ফোন নম্বর জমা দিতে হবে। এই নিয়ে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি আইনজীবীদের। যদিও এখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি নিয়ে সন্দিহান আইনজীবীরা। কেন সন্দিহান আইনজীবীরা?
প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি নিয়ে এখনও সন্দিহান আইনজীবীরা। নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। দাবি আইনজীবীদের। গত ১৮ অগাস্টের রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ফলে সেই প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ১৮ অগাস্ট SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। CBI-এর ওই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্ত্বেও জেলমুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্য়ায়ের।কারণ প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে 'শোন অ্যারেস্ট' দেখিয়েছিল CBI । সেই মামলায় জেলবন্দি থাকতে হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। সেদিন রায় দানের সময় সুপ্রিম কোর্ট জানায়, ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
আগে কোন কোন মামলায় জামিন?
চলতি মাসের শুরুতেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন পান জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। ২টি মামলায় জামিন পান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার আগে সুপ্রিম কোর্ট পার্থকে SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর মামলায়জামিন দেয়। পরপর ৩টি মামলায় জামিন পেলেও তখন জেলমুক্তি হয়নি তাঁর।
কবে থেকে জেলে পার্থ?
২০২২ সালের ২৩ জুলাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, টানা প্রায় ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বহুমূল্য গয়না। তারপর থেকে প্রায় ৩ বছর ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন তিনি।