সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ। বিতর্কে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পরিচালিত বসনছোড়া ৩ নম্বর পঞ্চায়েত। নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে বলে দাবি করেছেন প্রধান। যদিও ব্লক প্রশাসন পাল্টা দাবি করেছেন, গাছ কাটা নিয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। বিষয়টি সামনে আসতেই গাছ কাটা বন্ধ করে দিয়েছেন বিডিও।


কোথাও জল ঘিরে রাজনীতির যুদ্ধ। কোথাও আবার গাছ নিয়ে ভোটের লড়াই। ভোটের দামামা বাজতেই যে কোনও ইস্যুতে লড়াই শুরু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বসনছোড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে গাছ কাটা। আর এ নিয়েই বিতর্কে জড়িয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের লাগানো বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কাটার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। আর সেই গাছ কাটা নিয়েই উঠেছে বেনিয়মের অভিযোগ।


বিজেপির দাবি, টেন্ডার ছাড়াই গাছ কাটা চলছে। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দাবি, নিয়ম মেনেই সমস্ত কাজ হয়েছে। বসনছোড়া ৩ নম্বর পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান সুতপা মান্ডি জানান, সব নিয়ম মেনেই কাজ চলছে, টেন্ডারও হয়েছে। ব্লক প্রশাসন ও বন দফতরেও জানানো হয়েছে, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের স্থায়ী সমিতিতে আলোচনা করে অনুমোদন নেওয়া হয়৷


তবে পঞ্চায়েত প্রধানের এই দাবি খারিজ করে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতিরই সভাপতি এবং বিডিও। দু’জনেরই দাবি, তাঁদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত। চন্দ্রকোণা ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি হীরালাল ঘোষ জানান, ‘‘এই বিষয়ে কিছু জানি না, খোঁজ নিয়ে দেখব ৷’’


চন্দ্রকোণার (২) বিডিও সৌম্য ঘোষ জানান, ‘‘বেশকিছুদিন আগে পঞ্চায়েতের তরফে গাছগুলি কাটার উপযুক্ত সেবিষয়ে লিখিত জানিয়ে অবগত করা হয় কিন্তু গাছকাটা শুরু হয়েছে সেবিষয়ে কিছু জানা নেই ৷’’ বন দফতরের বক্তব্য, পঞ্চায়েত শুধুমাত্র গাছ কাটার অনুমতি নিয়েছে। বাকি নিয়ম মানা হয়েছে কি না জানা নেই। রেঞ্জার বিশ্বনাথ মুদিকর জানান, ‘‘পঞ্চায়েতের তরফে কয়েকটি জায়গার অনুমতি নেওয়া হয়েছে এটুকুই বলতে পারি ৷’’ বেনিয়মের অভিযোগ সামনে আসতেই, শুক্রবার গাছ কাটা বন্ধ করে দিয়েছেন বিডিও।