নয়া দিল্লি: প্রথমে সাবধান হলে এই মেডিক্যাল সংকটের মুখোমুখি হতে হত না। কোভিডের প্রথম ঢেউয়ের সময় অবহেলার পরিণতি এই পরিস্থিতি। খোদ জনগণ, সরকারকে দুষে এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।
দেশের কোভিড পরিস্থিতি নিয়ে একপ্রকার নাজেহাল অবস্থা হয়েছে সরকারের। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় অক্সিজেন, ভেন্টিলেটর, হাসপাতালে বেডের অভাব দেখা দিয়েছে। তার ওপর চিন্তা বাড়িয়েছে ভ্যাকসিনের আকাল। দেশের এই পরিস্থিতির জন্য মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। এবার যা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।
এদিন তিনি বলেন, ''করোনার প্রথম ঢেউয়ের পর আমরা সবাই সংক্রমণের বিষয়টা অবহেলা করতে শুরু করি। জনগণ, সরকার ছাড়াও প্রশাসন সবাই জানতাম দ্বিতীয় ঢেউ আসছে। ডাক্তাররা আমাদের সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও আমরা অবহেলা করেছি।'' এই বলেই থেমে থাকেননি আরএসএস প্রধান। তিনি বলেন, ''এখন বলা হচ্ছে-করোনার তৃতীয় ঢেউ আসবে। আমরা কি এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি ?'' কোভিডকালে ইতিবাচক চিন্তাধারা ছড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরএসএস। সেই অনুযায়ী 'পজিটিভিটি আনলিমিটেড' সিরিজ লেকচারের আয়োজন করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। এদিন সেখানেই এই বক্তব্য রাখেন মোহন ভাগবত।
তাঁর মতে, বর্তমানের কোভিড মোকাবিলার ফাঁক-ফোকর থেকে শিক্ষা নেওয়া উচিত সবার। এই শিক্ষাই তৃতীয় ঢেউ থেকে সবাইকে রক্ষা করতে কাজে আসবে। গত ১১ মে থেকে আরএসএস-এর কোভিড রেসপন্স টিম ও কিছু সমাজসেবী সংগঠন একত্রিত হয়ে এই 'পজিটিভিটি আনলিমিটেড' সিরিজ লেকচার চালিয়ে যাচ্ছে। যাতে উইপ্রোর প্রধান আজিম প্রেমজি ছাড়াও অনলাইনে বক্তা হিসাবে ছিলেন আধ্যাত্মিক গুরু জগ্গি বাসুদেব।
এদিন সেই উদ্যোগের সাক্ষী হন আরএসএস প্রধান। সেখানে মোহন ভাগবত বলেন, ''দেশের বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটা উক্তি মনে পড়ে যাচ্ছে। যেখানে তিনি বলেছিলেন, ''অফিসের মধ্যে আমি কোনও নেতিবাচক কথা চাই না। আমরা হারের সম্ভাবনার বিষয়ে জানতে একদমই আগ্রহী নই। পরাজয় এখানে থাকতে পারে না। জীবন-মৃত্যুর চক্র চলতেই থাকবে। এগুলো আমাদের ভয় পাওয়াতে পারবে না। আমরা করোনার বিরুদ্ধে জিতবই। ''