কলকাতা: জট কাটল ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ‍্যে। আজ থেকেই পেট্রাপোল সীমান্তে ফের পণ্য পরিবহণ শুরু হওয়ার সম্ভাবনা।

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল পেট্রাপোলের ল‍্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির ম‍্যানেজারকে চিঠি দেন জেলাশাসক। চিঠিতে সুরক্ষা বিধি মেনে সীমান্ত বাণিজ্য শুরু করার কথা বলা হয়েছে। সুরক্ষা বিধির মধ‍্যে বলা হয়েছে, ১০০ জন চালকের একটি দল তৈরি করা হবে। এঁদের মধ‍্যে কেউ করোনা সংক্রমিত হলে রিজার্ভ থেকে অন‍্য চালক দেওয়া হবে। সব গাড়ি জীবাণুমুক্ত করা হবে। পিপিই পরে পণ‍্য খালাসের কাজ হবে। সীমান্তে স্বাস্থ্য দফতরের টিম থাকবে।



সূত্রের খবর, এই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছে ল‍্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। লকডাউন পর্ব শুরু হওয়ার পর থেকে বন্ধ ছিল সীমান্ত বাণিজ্য। ৩০ মে কেন্দ্র সীমান্ত বাণিজ্য চালু করতে বললেও সংক্রমণের আশঙ্কায় পেট্রাপোলে তা শুরু হয়নি।