নয়াদিল্লি: চলতি মাস শেষ হলেই অ্যাকাউন্টে ঢুকবে সুদের টাকা। ৮.৫ শতাংশ হারে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'(EPFO)-র ২০২০-২১ অর্থবর্ষের টাকা পাবেন কর্মীরা। ৮ কোটির বেশি কর্মীরা পেতে চলেছেন এই টাকা।


কোভিডকালে কাজ হারিয়ে নাজেহাল অবস্থা হয়েছে বহু কর্মীর। সংসার খরচ চালাতে হাত দিতে হয়েছে ইপিএফ-এর টাকায়। পরিসংখ্যান বলছে, জমার থেকে বিগত বছরে টাকা তোলার প্রবণতা ছিল বেশি। সেই কারণে ৮.৫ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 'রিটায়ারমেন্ট বডি'। করোনাকালেই সুদের হার কমায় ইপিএফও। 


২০১৯-২০ সালের মার্চ মাসে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করে ইপিএফও। বিগত সাত বছরে এত সুদের হার কমায়নি 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'।


পরিসংখ্যান বলছে, ২০১৮-১৯ সালে এই ৮.৬৫ শতাংশ সুদের হার ছিল ইপিএফ-এ। ২০১৭-১৮ সালে এই সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ। ১৬-১৭ সালে এই সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। সংখ্যা বলছে, প্রতি বছর হার কমছে সুদের।


কোভিডকালে মানুষের দুর্দশার কথা চিন্তা করে অবসরের ফান্ড থেকে টাকা তোলার সুযোগ করে দিয়েছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড'। 'নন রিফান্ডেবল অ্যাডভান্স' বলে এই টাকা গ্রাহকদের দেওয়া হয়েছে।


করোনার সংক্রমণের সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় নয়া সুবিধার কথা ঘোষণা করে সরকার। যেখানে বলা হয়, ইপিএফ সদস্য চাইলে তিন মাসের 'বেসিক পে', 'ডিএ' তুলে নিতে পারেন। অথবা ফান্ডে জমানো ৭৫ শতাংশ তোলার অধিকার রয়েছে তাঁর। তবে এক্ষেত্রে দুই-এর তুলনায় যেটা কম হবে তা অ্যাডভান্স হিসাবে তুলে নেবেন তিনি। 


কীভাবে দেখবেন পিএফ ব্যালেন্স?


এসএমএস-এর মাধ্যমে ব্যালেন্স দেখা- যাঁদের ইপিএফও-র 'ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর' রয়েছে তাঁদের EPFOHO UAN ENG মেসেজ লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে। মেসেজ সাফল্যের সঙ্গে পৌঁছলেই ইপিএফ-অ্যাকাউন্টের সঙ্গে তার ব্যালেন্স দেখা যাবে। তবে ইপিএফও-র মেম্বারকে মেসেজ পাঠানোর আগে নিজের পছন্দের ভাষা লিখে পাঠাতে হবে।


মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক- ইপিএফও-র অথরাইজড মোবাইল নম্বরে মিসড কল দিয়ে নিজের ব্যালেন্স জানতে পারবেন গ্রাহক। এই ক্ষেত্রে ফান্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েই কল করতে হবে। তবে UAN নম্বরের সঙ্গে KYC ডিটেল দেওয়া না থাকলে এই কাজ করা যাবে না।