ওয়াশিংটন: বিশ্বের গরিব দেশগুলিকে Covid Pill বা করোনা (Covid-19) প্রতিরোধক বড়ি তৈরির অনুমতি দেবে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার (Pfizer)। মঙ্গলবার কোম্পানির তরফে এই ঘোষণা করা হয়েছে। তবে ঘোষণা করা হলেও এখনও অনুমোদন পায়নি মার্কিন সংস্থার এই 'ওরাল পিল' বা খাওয়ার বড়ি।
কোভিডকালে জার্মানির বায়োএনটেকের সঙ্গে কোভিডের টিকা তৈরি করেছে ফাইজার (Pfizer)। কোভিড প্রতিরোধক খাওয়ার বড়ি প্রসঙ্গে কোম্পানি জানিয়েছে, তাদের প্যাক্সোলেভিক নামের বড়ি তৈরির অনুমোদনের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে জেনেরিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি কোনও রয়্যালটি ছাড়াই তাদের বড়ি তৈরি করতে পারবে।
আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা
গ্লোবাল মেডিসিন পেটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে এই চুক্তির ফলে বিশ্বের ৯৫টি মাঝারি বা কম আয়ের দেশে কম খরচে করোনের বড়ি পাওয়া যাবে। এইসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৫৩ শতাংশ বসবাস করায় উপকৃত হবেন বহু মানুষ। এর আগে একই কোভিড পিল নিয়ে চুক্তি করেছিল আমেরিকার আরও এক প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোম্পানি। তাদের বড়িকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে ব্রিটেন। কোভিড থেকে রক্ষা পেতে ফাইজারের এই ওষুধ এইচআইভির মেডিসিন রিটোনাভির সঙ্গে নিতে হবে। ফাইজারের দাবি, তাদের এই কোভিড পিল নিলে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮৯ শতাংশ কমে যাবে।
কোম্পানির এই বড়ির বিষয়ে মুখ খুলেছেন ফাইজারের অ্যালবার্ট বোরলা।তিনি বলেন, ''খাওয়ার ওষুধে করোনা প্রতিরোধক বড়ি এলে তা সংক্রমণের তীব্রতা কমাতে দারুণ কাজে দেবে। পাপাশাশি বড়ির মাধ্যমে এই ওষুধ এসে গেলে তা স্বাস্থ্য পরিষেবার ওপর অনেকটাই চাপ কমাবে।''
আরও পড়ুন: SBI Update: ডেবিট কার্ড ছাড়াই SBI এটিএম-এ তুলতে পারবেন টাকা , জেনে নিন উপায়