একের পর এক টুইট করে নিজের ফোনের বর্তমান অবস্থানও তিনি জানিয়েছেন। এক বরিষ্ঠ পুলিশ অফিসার জানিয়েছেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। যদিও স্থানীয় কাশ্মীর গেট পুলিশ স্টেশনের দাবি, তারা এখনও অভিযোগ পায়নি এ নিয়ে। জেটলির শেষকৃত্যের সময় চুরি বাবুল সুপ্রিয় সহ ১১ জনের মোবাইল, দাবি পতঞ্জলি মুখপাত্রের
ABP Ananda, Web Desk | 27 Aug 2019 10:26 AM (IST)
টুইটে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন তিনি।
নয়াদিল্লি: অরুণ জেটলির শেষকৃত্য চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্তত ১১জনের মোবাইল ফোন চুরি গিয়েছে। বাদ যায়নি তাঁর নিজেরটাও। এমনই অভিযোগ করেছেন পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা। টুইটারে তিজারাওয়ালার অভিযোগ, রবিবার সন্ধেয় দিল্লির নিগমবোধ ঘাটে যখন জেটলির শেষকৃত্য চলছিল তখনই ঘটেছে এই কাণ্ড। টুইটে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন তিনি।