Jio Recharge Plan: ফুটবল বিশ্বকাপ (Football Worldcup) দেখতে কাতার গিয়েছেন? তাহলে আপনার কাজে অতি অবশ্যই লাগবে রিলায়েন্স জিও-র (Jio Recharge Plan) সম্প্রতি লঞ্চ হওয়া পাঁচটি নতুন international roaming (IR) প্যাক। এই সমস্ত রিচার্জ প্ল্যান আপনি ব্যবহার করতে পারবেন কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। এই international roaming (IR) রিচার্জ প্ল্যানগুলির ক্ষেত্রে কয়েকটাতে ডেটা অনলি প্যাক। কিছু রিচার্জ প্ল্যানে আবার এসএমএস এবং ভয়েস কলের পরিষেবাও রয়েছে। জিও-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং মাই জিও অ্যাপ থেকে এইসব প্ল্যান রিচার্জ করা যাবে। এইসব প্যাক শেষ হয়ে গেলে সাবস্ক্রাইবারদের থেকে ইনকামিং কলের জন্য ১ টাকা করে কেটে নেওয়া হবে।


এবার দেখে নেওয়া যাক কী কী রিচার্জ প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও


১৫৯৯ টাকার প্ল্যান- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ১৫ দিন। এখানে ইউজাররা ১৫০ মিনিটের টকটাইম পাবেন। এর মধ্যে লোকাল কল এবং ভারতে আউটগোয়িং কল করার সুবিধা থাকবে। নেটওয়ার্ক এবং ওয়াই-ফাইয়ের মাধ্যমে কল করা যাবে। এর সঙ্গে ১ জিবি ডেটা এবং ১০০ এসএমএসও পাবেন ইউজাররা।


৩৯৯৯ টাকার প্ল্যান- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩০ দিন। এখানে ২৫০ মিনিটের টকটাইম পাবেন ইউজাররা। এর মধ্যে লোকাল কল এবং ভারতে আউটগোয়িং কল করার সুবিধা থাকবে। নেটওয়ার্ক এবং ওয়াই-ফাইয়ের মাধ্যমে কল করা যাবে। এর সঙ্গে ৩ জিবি ডেটা এবং ১০০ এসএমএসও পাবেন ইউজাররা।


৬৭৯৯ টাকার প্ল্যান- এই রিচার্জ প্ল্যানের মেয়াদও ৩০ দিন। এখানে ৫০০ মিনিট টকটাইম পাবেন ইউজাররা। এক্সট্রা ৫০০ মিনিট টকটাইমও পাওয়া যাবে। এর মধ্যে লোকাল কল এবং ভারতে আউটগোয়িং কল করার সুবিধা থাকবে। নেটওয়ার্ক এবং ওয়াই-ফাইয়ের মাধ্যমে কল করা যাবে। এর সঙ্গে ৫ জিবি ডেটা এবং ১০০ এসএমএসও পাবেন ইউজাররা।


১১২২ টাকার ডেটা অনলি প্যাক- জিও সাবস্ক্রাইবাররা এই প্ল্যানের মাধ্যমে ১ জিবি হাই স্পিড ডেটা। এই প্ল্যানের মেয়াদ ৫ দিন। ডেটা প্যাক শেষ হলে Standard PayGo রেট অনুসারে টাকা কাটা হবে।


৫১২২ টাকার ডেটা অনলি প্যাক- এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২১ দিন। আর এখানে পাওয়া যাবে ৫ জিবি ডেটা। এই প্যাক শেষ হয়ে গেলে Standard PayGo অনুসারে টাকা কেটে নেওয়া হবে ইউজারদের থেকে।


এয়ারটেল ৪জি


এয়ারটেল সংস্থা কিছুদিন আগে একটি নতুন ৪জি প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন এই প্রিপেড রিচার্জের মাধ্যমে ৩ জিবি ডেটা পাবেন ইউজাররা। এর সঙ্গে আনলিমিটেড এসটিডি, লোকাল এবং রোমিং কল করা যাবে, সেই সঙ্গে ইউজাররা পাবেন ৩০০ ফ্রি এসএমএসের সুবিধা।


আরও পড়ুন- ট্যুইটারে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরালেন ইলন মাস্ক, উঠল নিষেধাজ্ঞা