নয়াদিল্লি: ২০২০ সালে হতে চলা ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ দিতে পড়ুয়াদের জন্য প্রতিযোগিতার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে পড়ুয়াদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোদি ছাত্র-ছাত্রীদের চাপমুক্ত থাকার পরামর্শ দেন। প্রতিযোগিতার সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারাই কেবলমাত্র এই অনুষ্ঠানে অংশ নিতে পারবে। তিনি বলেন, পরীক্ষা ক্রমশ এগিয়ে আসছে। তাই ‘পরীক্ষা পে চর্চা’। চাপমুক্ত পরীক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মোদি। একইসঙ্গে, যে ওয়েবসাইট এই প্রতিযোগিতা সম্পন্ন করবে, তাদের লিঙ্কও দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আগামী বছর এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পা দেবে। মূলত, বোর্ড সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
‘পরীক্ষা পে চর্চা’: অংশগ্রহণে ইচ্ছুক পড়ুয়াদের জন্য প্রতিযোগিতার সূচনা মোদির
Web Desk, ABP Ananda | 05 Dec 2019 05:33 PM (IST)