অযোধ্যা : শনিবার রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায়  প্রধানমন্ত্রী। অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্ট সহ অযোধ্য়ার অলিতে গলিতে তুমুল ব্য়স্ততা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। সূত্রের খবর, অযোধ্যা সফরে শনিবার মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট, রেল স্টেশনের সঙ্গেই করবেন ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা। তার মধ্যে  একটি পাবে বাংলাও।

  


অযোধ্যায় ৬টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি অমৃত ভারত পেয়েছে বাংলা। মালদা থেকে ব্য়াঙ্গালোর। ৪৩ ঘণ্টায় মালদা টাউন স্টেশন থেকে ব্য়াঙ্গালোর টার্মিনাসে পৌঁছবে ট্রেনটি। 


পাশপাশি, সরযূ ঘাটের সৌন্দর্যায়নের প্রকল্পেরও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্টের পাশাপাশি, হনুমানগড়িতেও এখন তুমুল ব্য়স্ততা। রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রত্য়েকটা লাইটস্ট্য়ান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত মোদির যাত্রাপথের বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন সাধু সন্তরা। করা হবে পুষ্পবৃষ্টি।






এক নজরে দেখে নিন আজ কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর


সকাল ১০.৪৫: অযোধ্যায় প্রধানমন্ত্রীর রোড শো
সকাল ১১.১৫: অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন
সকাল ১১.৩০: অমৃত ভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের সূচনা
দুপুর ১২.১৫: মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন
দুপুর ১: জনসভায় প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস 
দুপুর ২.৪০: দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা প্রথম বিমানের
বিকেল ৪: অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরে প্রথম বিমান অবতরণ 


আরও পড়ুন :


 শ্রীরাম ও মোদির কাটআউটে সাজল অযোধ্যা, উচ্ছ্বসিত জনতাকে হাত নেড়ে অভিবাদন প্রধানমন্ত্রীর, দেখুন ছবি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y